ইউক্রেনের রাজধানী কিয়েভের উত্তরাঞ্চলীয় এক গ্রাম থেকে এক ইউক্রেনীয় ফটো সাংবাদিকের মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। তার নাম ম্যাক্সিম লেভিন (৪০)। তিনি ইউক্রেনের এলবি.ইউএ নিউজ সাইটে কাজ করতেন।
শনিবার এলবি.ইউএ-এর বরাতে এই খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন।
তার সহকর্মীরা বিবিসিকে জানিয়েছেন, ১৩ মার্চের পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তিনি কিয়েভের উত্তরাঞ্চলীয় বিশগোরোড জেলায় যুদ্ধের ছবি তুলছিলেন। ১৩ মার্চের পর ওই এলাকায় দুই পক্ষের মধ্যে ব্যাপক লড়াই শুরু হয়েছিল।
ইউক্রেনের প্রেসিডেন্টের সহকারী আন্দ্রি ইয়ারম্যাক এক টেলিগ্রাম পোস্টে লেভিনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, কিয়েভের গুটা মেঝহিরস্কা গ্রামের কাছ থেকে ১ এপ্রিল তার মরদেহ উদ্ধার করা হয়।
লেভিন ইউক্রেনীয় নিউজ সাইট এলবি.ইউএ-তে গত ১০ বছর ধরে কাজ করছেন। যুদ্ধে তার তোলা ছবি এবং ধারণ করা ভিডিও বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ হতো। এলবি.ইউএ ছাড়াও তিনি বিবিসিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবং সংবাদ সংস্থায় প্রদায়ক হিসেবে ছবি দিতেন।
প্রসঙ্গত, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত আট সাংবাদিক নিহতের খবর পাওয়া গেছে।
খুলনা গেজেট /এমএম