খুলনা, বাংলাদেশ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  এই ইসির অধীনে নির্বাচন করবে না এনসিপি : নাসিরুদ্দীন পাটোয়ারী
  নিরপেক্ষতায় উদ্বেগ এনসিপির : মন্তব্যে নারাজ ইসি
  করিডোর নিয়ে কারো সাথে কোনো আলোচনা হয়নি: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

কিশোরগঞ্জের সাবেক ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাতে খুন

গে‌জেট ডেস্ক

কিশোরগঞ্জের করিমগঞ্জে নাজমুক হুদা (৩২) নামে এক সাবেক ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। বুধবার (৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জয়কা ইউনিয়নের পশ্চিম কান্দাইল গ্রামে এ ঘটনা ঘটে। তার বুকে ও পিঠে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

নিহত নাজমুল হুদা একই গ্রামের মজনু মিয়ার ছেলে। তিনি কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।

নিহত নাজমুলের মামা করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমজাদ হোসেন দিদার জানান, গতকাল মঙ্গলবার (৩ মে) পাশের বাড়ির হিরণ, সবুজ আর ধনু মেম্বারের সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয় নাজমুলের। পরে আজ সকালে সালিসের মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয়। কিন্তু কান্দাইল বাজার থেকে বাড়ি ফেরার পথে তাকে ছুরিকাঘাত করে তারাসহ আরও কয়েকজন। পরে তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

করিমগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম সিদ্দিকী জানান, নিহতের মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!