এবারের বিশ্বকাপে ১০ দলের মধ্যে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে শুধু স্বাগতিক ভারত ও নিউজিল্যান্ড। প্রথম চার ম্যাচের সবকটি জিতে দুদলই যেন উড়ছে। এবার দুই অজেয় দলের যে কোনো একটির স্বপ্নযাত্রায় ছেদ পড়বে। ধর্মশালায় আজ রোববার বিশ্বকাপের ব্লকবাস্টার ম্যাচে দেখা হচ্ছে ভারত ও নিউজিল্যান্ডের।
হাইভোল্টেজ ম্যাচের আগে দুই দলেরই আছে ইনজুরি সমস্যা। দুই দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় চোট পেয়েছে বাংলাদেশের বিপক্ষের ম্যাচে। নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন এবং ভারতের তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ছিটকে গেছেন। ফলে সেরা একাদশ গঠনে কিছুটা হলেও বেগ পেতে হবে ভারত-নিউজিল্যান্ডকে।
হার্দিকের জায়গায় ভারতের একাদশে দেখা যেতে পারে সূর্যকুমার যাদব অথবা ঈশান কিষানকে। এই দুই ব্যাটসম্যানের মধ্যে সূর্যকুমার জায়গা পাওয়ার দৌড়ে কিছুটা হলেও এগিয়ে থাকবেন। ওপেনার ঈশান ভারতের হয়ে পাঁচ নম্বরের নিচে কখনো ব্যাটিং করেননি। অন্যদিকে, সূর্যকুমার ছয়-সাত নম্বরেই ব্যাটিং করতে অভ্যস্ত। অন্যদিকে শার্দুল ঠাকুরকে বাইরে রেখে পেসবান্ধব উইকেট বিবেচনায় মোহাম্মদ শামিকে নেয়া হতে পারে।
ম্যাচটিতে নিউজিল্যান্ড দলে তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। ভারপ্রাপ্ত অধিনায়ক টম ল্যাথামের নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে কিউইরা।
বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড ভালো নয় ভারতের। বিশ্বকাপে দুই দলের ৮ দেখায় ভারত হেরেছে ৫ বার। ১৯৯২ সালের পর আইসিসি ইভেন্টে ৯ বারের দেখায় কিউইদের বিপক্ষে মাত্র একটিই জয় ভারতের।
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব/ঈশান কিষান, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরাহ।
নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ: ডেভন কনওয়ে, উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, টম ল্যাথাম (অধিনায়ক), মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি।
খুলনা গেজেট/এনএম