খুলনা, বাংলাদেশ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ নভেম্বর, ২০২৪

Breaking News

  গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে দুই শিক্ষার্থী নিহত
  ঝিনাইদহে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকের মৃত্যু
  অ্যান্টিগা টেস্ট: প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজ তুলল ২৫০, বাংলাদেশ পেল ৫ উইকেট

কালীগঞ্জে লকডাউন বাস্তবায়নে মাঠে পুলিশ-প্রশাসন

ঝিনাইদহ প্রতিনিধি

সরকার ঘোষিত কঠোর লকডাউনের ৪র্থ দিনেও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও কালীগঞ্জ থানা পুলিশ নিরলসভাবে দিনরাত পরিশ্রম করে চলেছে লকডাউন কার্যকর করতে।

রোববার কঠোর লকডাউনের ৪র্থ দিনেও মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ও সরকারি ঘোষণা অনুযায়ী জনসাধারণকে লকডাউন মানাতে উপজেলার বিভিন্ন মার্কেটে ও পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়েছে। কালীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভূপালি সরকার। এসময় স্বাস্থ্যবিধি মানাসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেয়া হয়। ৪র্থ দিনে এ রিপোর্ট লেখা পর্যন্ত ২০ টি মামলায় মোট ১২ হাজার ৬০০ টাকা মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানা পুলিশের এস আই আবুল খাযের ও শেখ সুজাত আলীসহ একটি পুলিশের দল ও সাংবাদিকবৃন্দ।

সহকারী কমিশনার (ভূমি) ভূপালি সরকার বলেন, বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের বিস্তার তরতর করে বেড়ে চলেছে তাই আমরা সরকারি আইন জনগণকে মানাতে ও জনসচেতনতা বৃদ্ধি করতে এ অভিযান পরিচালনা করছি।যেন কালীগঞ্জ পৌরসভাসহ ১১ টি ইউনিয়ানে সংক্রমণ কম হয়।

কালীগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে নার্সসহ ৯ জন হাসপাতাল ও হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও আবাসিক মেডিকেল আফিসার আহসান হাবিব জিকু।

এদিকে লকডাউন বাস্তবায়নে কালগীঞ্জ থানার অফিসার ইনর্চাজ মাহফুজুর রহমান মিয়ার নেতৃত্বে পুলিশ এর সদস্যরা শহরের গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নিয়ে লকডাউন বাস্তবায়নে কাজ করছেন।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!