ঝিনাইদহের কালীগঞ্জে পরকীয়ার জেরে আগুনে দগ্ধ যুবক আহসানুল ইসলাম অর্কিড (৩২) মারা গেছেন। সোমবার (১০ মার্চ) রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে বেলা ১১টার দিকে মারা যান তিনি। অর্কিড শহরের কাঠাল বাগান এলাকার ওসমান গনির একমাত্র ছেলে। অর্কিডের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অর্কিডের বাবা ওসমান গণি।
অর্কিডের পারিবার জানায়, প্রায় এক মাস আগে কালীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান রিংকুর স্ত্রী তারিন খাতুনকে নিয়ে পালিয়ে যান অর্কিড। পরে তারা বিয়ে করেন এবং আত্মগোপনে থাকতে শুরু করেন। অর্কিড ও তারিন আগে থেকেই বিবাহিত এবং তাদের দুটি করে সন্তান আছে।
চলতি মাসের ৬ মার্চ বুধবার সকাল ৭টার দিকে যশোরের পুরাতন কসবা রায়পাড়া বটতলা মসজিদের কাছে মীমাংসার কথা বলে ডেকে অর্কিডের শরীরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠে। ঘটনার দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অর্কিডের একাধিক ভিডিওতে বলতে শোনা যায়, তার শরীরে জোর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি শহীদুল ইসলাম হাওলাদার বলেন, মৃত্যুর বিষয়টি আমি জানিনা। তবে অগ্নিদগ্ধের ঘটনাটি সেদিন আমি শুনেছিলাম। যদিও থানাতে ওই পরিবারের কেউ এখনও অভিযোগ নিয়ে আসেননি।
খুলনা গেজেট/ টিএ