নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ১০জন মেধাবী ছাত্রীকে বাইসাইকেল প্রদান করা হয়েছে। রবিবার (৬ ডিসেম্বর) দুপুরে কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিনে এলজিএসপি প্রকল্প-৩ এর আওতায় বাই সাইকেল ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এসময় শিক্ষার্থীদের মাঝে করোনা সতর্কতায় ১৫০জনকে মাস্ক, স্যানিটাইজার, সাবান ও ব্লিচিং পাউডার সহ বিভিন্ন স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়। সালামাবাদ ইউনিয়ন পরিষদ ভবনে উপকরণ বিতরণ অনুষ্ঠানে সালামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জহিরুল ইসলাম, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী।
ইউপি চেয়ারম্যান শামীম আহম্মেদ জানান, এলজিএসপি প্রকল্প-৩ এর অর্থায়নে ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ১০ জন মেধাবী ছাত্রীদের মাঝে একটি করে সাইকেল বিতরণ করা হয়েছে। এসব ছাত্রীদের বাড়ি থেকে শিক্ষা প্রতিষ্ঠানের দুরত্ব বেশি হওয়ায় কষ্ট করে স্কুলে যেতে হতো। সাইকেল দেয়ায় তাদের সেই কষ্ট দূর হবে। এছাড়া করোনা প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষায় ১৫০ জনের মাঝে মাস্ক, স্যানিটাইজার, লাইফবয় সাবান ও ব্লিচিং পাউডার সহ স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে।
খুলনা গেজেট/এ হোসেন