খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে কেসিসির ৪নং ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর টিপু নিহত
  গ্রেপ্তারের পর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়েছে সাবেক ওসির শাহ আলম, এক এএসআই সাময়িক বরখাস্ত

কালিগঞ্জের বসন্তপুর-হিঙ্গলগঞ্জ নৌবন্দর পুনরায় চালুর উদ্যোগ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা জেলার কালিগঞ্জের বসন্তপুর-হিঙ্গলগঞ্জ নৌবন্দর পুনরায় চালু হতে যাচ্ছে। সেই সাথে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে কালিগঞ্জবাসীর। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বসন্তপুর-হিঙ্গলগঞ্জ নৌবন্দর পুনরায় চালুর জন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার বিষয়ে অনুমোদন দিয়েছেন।

জানা গেছে, সাতক্ষীরা জেলার সদর, কলারোয়া, দেবহাটা, কালিগঞ্জ ও শ্যামনগর এই পাঁচটি উপজেলার সাথে ভারতের ২৭০ কিলােমিটার দৈর্ঘ্যে সীমান্ত রয়েছে। ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের পূর্বে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় বসন্তপুর নামক স্থানে একটি নৌ-বন্দর বিদ্যমান ছিল। উক্ত নৌ-বন্দর হতে ভারতের হিঙ্গলগঞ্জ পর্যন্ত যাতায়াত ও বাণিজ্যিক কার্যক্রম চালু ছিল। তখন সেখানে কাস্টমস ও ইমিগ্রেশন বিভাগের কার্যক্রমও চালু ছিল। স্থানীয় জনগণ ওই রুটে যাতায়াত করত। স্বাধীনতার পরও এই পথ দিয়ে অনানুষ্ঠানিকভাবে দুই দেশের মানুষের চলাচল ছিল। ১৯৬৫ সালের যুদ্ধের পর উক্ত নৌরুটটি বন্ধ হয়।

নৌপথে বসন্তপুর দিয়ে কালিগঞ্জের বিখ্যাত নাজিমগঞ্জ বাজার ও ভারতের হিঙ্গলগঞ্জের মধ্যে বাণিজ্য ও সাধারণ পর্যটকদের যাতায়াতের ব্যবস্থা চালু ছিল। যা ১৯৯৬ সালের পরে আইনানুগভাবে পুনরায় চালু না করার কারণে সম্পূণরুপে বন্ধ হয়ে যায়।
পোর্ট চালু থাকাকালীন শুল্ক বিভাগের ব্যবহৃত রামজননী নামক ভবনটি এখনও শুল্ক বিভাগের গুদাম হিসাবে ব্যবহৃত হচ্ছে। সেসময় প্রতি বছর শ্যামনগর, কালিগঞ্জ, আশাশুনি ও দেবহাটা উপজেলার প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার পর্যটক চিকিৎসা, ভ্রমণ, বাণিজ্য ইত্যাদি কারণে ভারতে গমনাগমন করেন। প্রস্তাবিত নৌরুট স্থাপিত হলে তারা ৪৮ কিলোমিটার দূরবর্তী ভোমরা পোর্টে না গিয়ে সহজে সাশ্রয়ীভাবে ব্যবসায়ীরা এই নৌরুট ব্যবহার করতে পারবেন। তাছাড়া নৌপথে পণ্য পরিবহন তুলনামূলকভাবে সাশ্রয়ী বিধায় পণ্য পরিবহন খরচও কম হবে।

প্রস্তাবিত নৌরুটটি চালু হলে আন্তঃদেশীয় প্রবাহমান ইছামতি নদী পথে ভারতের বসিরহাট হতে বাংলাদেশের মোংলা পোর্ট পর্যন্ত পণ্য আমদানি-রপ্তানি করাও সম্ভব হবে।

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর পোর্ট (বর্তমানে বিলুপ্ত) পুনরায় পরীক্ষা নিরীক্ষাপূর্বক চালুর বিষয়ে যথাযথ উদ্যোগ গ্রহণের জন্য নৌপরিবহন মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!