খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

কালিগঞ্জে জরুরী ভিত্তিতে পানি বিতরণ কার্যক্রম উদ্বোধন

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জে জরুরী ভিত্তিতে পানি বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের নারায়নপুর গ্রামে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের আয়োজনে ও একশন এইড বাংলাদেশের অর্থায়নে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী।

উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী বলেন, সম্প্রতি পানি সমস্যার কারণে মানুষের স্বাস্থ্যের উপর ভয়াবহ প্রভাব পড়েছে। দূষিত পানি খাওয়ার কারণে বেড়েছে গ্যাস্ট্রিক, কলেরা, আমাশয়, ডায়রিয়া, জন্ডিস, ইউরিন ইনফেকশন, কোষ্ঠকাঠিন্য, যৌনাঙ্গে চুলকানি, ঘা, জালাপোড়া। এছাড়া দূষিত পানি ব্যবহারে চর্মরোগ, চুলকানি, লিউকোরিয়া রোগও বেড়েছে। পানির সংকট নিরসনে অতি দ্রুত উপজেলার সরকারি পুকুরগুলো খনন করে পানি খাওয়ার উপযোগী করে গড়ে তোলা হবে। উপজেলা জুড়ে যে সকল খাল ভূমিদস্যুরা দখল করে রয়েছে তাদেরকে উচ্ছেদ করে খালগুলোও অবমুক্ত করবো।

এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী অ্যাড. জাফরুল্লাহ ইব্রাহিম, বিন্দুর পরিচালক জান্নাতুল মাওয়াসহ সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামে পানি সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন। এই কার্যক্রমের আওতায় আগামী ৭ দিন ৪শ’ পরিবারের মাঝে ১৫ লিটার করে পানি বিতরণ করা হবে।

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!