সাতক্ষীরায় করোনায় আক্রান্ত হয়ে স্ত্রী মোছাঃ মর্জিনা খাতুন (৪৭) এর মৃত্যুর দু’দিন পর তার স্বামী অবসরপ্রাপ্ত সেনা সদস্য শেখ নুরুজ্জামান (৫৫) মৃত্যুবরণ করেছেন। সোমবার (২৬ জুলাই) রাত ১০টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মঙ্গলবার সকালে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে জানাজা শেষে মহৎপুর সরকারি কবরস্থানে স্ত্রীর পাশে তার দাফন সম্পন্ন হয়।
প্রসঙ্গত: গত শুক্রবার কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম রহিমপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য শেখ নুরুজ্জামানের স্ত্রী মর্জিনা খাতুন এর করোনা পজিটিভ শনাক্ত হয়। বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় শ্বাসকষ্ট দেখা দিলে শনিবার রাত ৯ টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।
স্ত্রীর মৃত্যুর একদিন পর সোমবার মরহুমা মর্জিনা খাতুনের স্বামী শেখ নুরুজ্জামানের করোনা পজিটিভ শনাক্ত হয়। ওই দিনই উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তিনি মারা যান। করোনা আক্রান্ত হয়ে দুই দিনের ব্যবধানে কালিগঞ্জে স্বামী ও স্ত্রীর মৃত্যুতে এলাকায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ তার ফুফু মর্জিনা খাতুন ও ফুফা শেখ নুরুজ্জামান এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
খুলনা গেজেট/এনএম