সিলেটে সকাল থেকেই বৃষ্টির মুখে পড়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ের প্রথম টেস্ট। বিকেলে ময়মনসিংহে ফেডারেশন কাপ ফাইনালে আবাহনী ও বসুন্ধরা কিংসের ম্যাচ শুরু হয়েছিল বেশ রৌদ্রজ্জ্বল আবহাওয়াতেই। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ শেষ হয়েছিল ১-১ গোলে।
বিরতির পর দ্বিতীয়ার্ধে খেলা শুরু হয়। দুই মিনিটের মাথায় কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের শঙ্কায় রেফারি সায়মন হাসান সানি খেলা স্থগিত করেন।
ময়মনসিংহে এই মুহূর্তে তীব্র ঝড় ও বৃষ্টি হচ্ছে। ঝড়ের তীব্রতায় মাঠে ডাগআউট টেন্ট উড়ে গেছে। রফিক উদ্দিন আহমেদ ভূঁইয়া স্টেডিয়ামের ছাদে সাংবাদিকদের জন্য অস্থায়ী প্রেসবক্স করা হয়েছিল তাবু টানিয়ে। সেই তাবুও বাতাসে উড়ে গেছে। গ্যালারিতে কোনো শেড না থাকায় কালবৈশাখীর ঝড়ে অনেক সমর্থক মাঠে নেমে পড়েছেন। এই পরিস্থিতি খেলা আপাতত বন্ধ রয়েছে।
ইন্দোনেশিয়াতেও বৃষ্টিতে বিঘ্ন বাংলাদেশের হকি
ঘরোয়া ফুটবলের মতো আবহাওয়ার কারণে বিঘ্ন ঘটছে বাংলাদেশ হকি খেলাও। ইন্দোনেশিয়ার জার্কাতায় বাংলাদেশ সময় বিকেল চারটায় থাইল্যান্ডের বিপক্ষে এএইচএফ কাপ হকি খেলা শুরু হওয়ার কথা ছিল। জাকার্তায় বৃষ্টির জন্য খেলা শুরু করা যায়নি।
বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে কর্ণেল (অব) রিয়াজুল হাসান জানিয়েছেন, বৃষ্টির জন্য খেলা এক ঘণ্টা পিছিয়ে বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় শুরু হওয়ার কথা।
খুলনা গেজেট/এএজে