খুলনা, বাংলাদেশ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
  মানবতাবিরোধী অপরাধ : চিফ প্রসিকিউটর দেশে না থাকায় ফখরুজ্জামান ও সাত্তারের জামিন শুনানি ২ সপ্তাহ পেছাল আপিল বিভাগ
  আজ থেকে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ শুরু
  অ্যান্টিগা টেস্ট: শেষ দিনে বাংলাদেশের দরকার ২২৫ রান, হাতে ৩ উইকেট

কারাবন্দী নেতাকর্মীদের সাথে বিএনপির কেন্দ্রীয় নেতা হেলালের সাক্ষাত

 নিজস্ব প্রতিবেদক

শনিবার (২২ এপ্রিল) খুলনা কারাগারে বন্দি বিএনপি নেতাকর্মীদের সাথে সাক্ষাত করেছেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ।

এ সময় তিনি কারাগারের বাহিরে অবস্থানরত বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশ আজ এক মহাবিপর্যয়ে নিপতিত। নিশিরাতের সরকার ক্ষমতায় এসে দেশকে একটি মৃত্যুকূপে পরিণত করেছে। সরকারি দলের লাগামহীন দুর্নীতি, ধর্ষণ, চাঁদাবাজি ও খুনখারাবির প্রধান কারণ দেশের গণতন্ত্রহীনতা ও বিচারহীনতা। দেশকে এই মহাবিপর্যয় থেকে বাঁচাতে বর্তমান ফ্যাসিস্ট লুটেরা সরকারকে হটাতে হবে।  কর্তৃত্বপরায়ণ অনির্বাচিত সরকার দেশে ফ্যাসিবাদ কায়েম করেছে। তারা কাউকে কথা বলতে দিতে চায় না। দেশে মত প্রকাশের স্বাধীনতা নেই, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে। সরকার পুলিশকে দলীয় ক্যাডার বাহিনী হিসেবে ব্যবহার করছে। জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় বসে যা ইচ্ছে তাই করছে। এইভাবে একটি দেশ চলতে পারে না, চলতে দেয়া যায় না।

এ সময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান,  মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী, বিএনপি নেতা খান জুলফিকার আলি জুলু, চৌধুরী কওসার আলী,  মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আশরাফুল আলম নান্নু, একরামুল হক হেলাল, এনামুল হক সজল, মুজিবুর রহমান, কে এম হুমায়ুন কবির, শফিকুল ইসলাম টিপু, আরিফুর রহমান, আতাউর রহমান রুনু, গোলাম মোস্তফা তুহিন, তাজিম বিশ্বাস, আবু সাঈদ, হাবিবুর রহমান হাবিব,  শফিকুল ইসলাম বাচ্চু, হুমাই মোল্লা, হাবিবুর রহমান বেলাল প্রমুখ।

কারাগারে নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাত শেষে বিএনপি নেতৃবৃন্দ খুলনা নগরী ও জেলার কারাগারে বন্দি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে পরিবার পরিজনের সাথে সৌজন্য সাক্ষাতে যান। এরআগে বিএনপি নেতা আজিজুল বারি হেলাল আইচগাতি কলেজ মাঠে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন এবং নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। – খবর বিজ্ঞপ্তি

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!