খুলনা, বাংলাদেশ | ৪ মাঘ, ১৪৩১ | ১৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেপ্তার

কারাফটকে সমর্থকদের ভিড়, জামিনের পরও মুক্তি পাননি মামুনুল হক

গেজেট ডেস্ক

হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের জামিনের কাগজপত্র কাশিমপুর কারাগারের পৌঁছেছে। তবে বৃহস্পতিবার (২ মে) রাতে তিনি মুক্তি পাননি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার তিনি সবশেষ মামলায় জামিন লাভ করেন। এ কারণে মামুনুল হক কারাগার থেকে মুক্তি পাচ্ছেন বলে খবর ছড়িয়ে পড়ে। পরে গাজীপুরের কাশিমপুর কারা ফটকে ভিড় করেন তার সমর্থক ও সংগঠনটির নেতাকর্মীরা।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানিয়েছেন, মাওলানা মামুনুল হক কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে দীর্ঘদিন যাবত বন্দি আছেন। বৃহস্পতিবার বিকেলে তার জামিনের কাগজপত্র কারাগারে এসেছে। অনেকগুলো মামলা থাকায় তা যাচাই বাছাই করা হচ্ছে। শুক্রবার ছুটির দিন থাকায় কাগজপত্র যাচাই করা সম্ভব কিনা জানি না। কাল বলা যাবে তিনি কবে মুক্তি পাবেন।

এদিকে  রাত সাড়ে ১২টার দিকে মামুনুল হক ‘আজ মুক্তি পাচ্ছেন না’ জানিয়ে কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ কে এম আশরাফ উদ্দিন ভিড় করা মামুনুল হকের সমর্থক ও হেফাজতের ইসলামের নেতাকর্মীদের চলে যেতে অনুরোধ করেন। পরে তারা কারা ফটক ছেড়ে চলে যান।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৮ এপ্রিল গ্রেপ্তার হন মাওলানা মামুনুল হক। এখন পর্যন্ত প্রায় ত্রিশটি মামলা রয়েছে হেফাজতের এই নেতার বিরুদ্ধে।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!