কারাগারে মৃত্যু হওয়ায় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাগেরহাটের রাজাকার কমান্ডার শেখ সিরাজুল ইসলাম ওরফে সিরাজ মাস্টারের আপিলটি বাতিল করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতিসহ চার বিচারপতির আপিল বেঞ্চ বুধবার বাতিলের এ আদেশ দেয়।
আদেশে আদালত আসামির মৃত্যু হওয়ায় আপিলটি বাতিল করে দেয়। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ।
তিনি জানান, এ মামলার আরেক আসামি খান আকরাম হোসেনের আপিল বা জেল আপিলের বিষয়ে আগামীকাল আদেশ দেবেন।
বশির বলেন, ‘আসামি সিরাজ মাস্টারের মামলাটি আজকে জেল আপিল হিসেবে আপিল বিভাগের কার্যতালিকায় ছিল। আসামির মৃত্যু হয়েছে। এ কারণে আপিলটি বাতিল করা হলো বলে রায় দেয় আপিল বিভাগ।’
গত ২৭ জুন কারাগারে মৃত্যু হয় সিরাজ মাস্টারের।
২০১৫ সালের ১১ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মানবতাবিরোধী অপরাধের মামলায় সিরাজ মাস্টারকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয়। আর অপর আসামি রাজাকার খান আকরাম হোসেনকে আমৃত্যু কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল।
এ মামলায় তিনজন আসামি ছিলেন। তার মধ্যে একজন আসামি আব্দুল লতিফ তালুকদার বিচার চলাকালে মৃত্যুবরণ করায় তার আপিল আগেই বাতিল হয়ে যায়।
রায়ে ‘বাগেরহাটের কসাই’ খ্যাত সিরাজ মাস্টারকে ফাঁসিতে ঝুলিয়ে অথবা ফায়ারিং স্কোয়াডে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছিল ট্রাইব্যুনাল।
খুলনা গেজেট/এনএম