খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  কুমিল্লায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
  গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, ২ স্কুলছাত্র নিহত

কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে কেনেডি

বিনোদন ডেস্ক

এ খবর নতুন নয় যে পর্নো দুনিয়া ছেড়ে ধীরে ধীরে বলিউডে একটা জায়গা করে নিয়েছেন অভিনেত্রী সানি লিওন। তবে নতুন খবর হলো চলচ্চিত্র নিয়ে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে তার অভিনীত সিনেমা।

সিনেমাটির নাম ‘কেনেডি’। এটি পরিচালনা করেছেন বলিউডের খ্যাতিমান পরিচালক অনুরাগ কাশ্যপ। আর এই প্রথমবার পর্দায় অনুরাগের পরিচালনায় কাজ করেছেন সানি।

এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জি-নিউজ বলছে, এই খবরে অবাক হয়েছেন দর্শকরা। সিনেমাটি দেখার অপেক্ষায় রয়েছেন দর্শক। তবে খুব তাড়াতাড়ি দর্শকদের সেই সৌভাগ্য না হলেও ৭৬ তম কান উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে ‘কেনেডি’।

এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি ও ভিডিও পোস্ট করে এক পোস্টে সানি লিওন বলেছেন, ‘আমি এই আশ্চর্যজনক মুহূর্ত বিশ্বাস করতে পারছি না। আমার পুরো ক্যারিয়ারের সবচেয়ে গর্বের একটি মুহূর্ত। একমাত্র ভারতীয় চলচ্চিত্র যেটি মর্যাদাপূর্ণ কান ফিল্ম ফেস্টিভ্যালে ভারতের প্রতিনিধিত্ব করবে।’

সেই সঙ্গে ওই পোস্টে অনুরাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সানি। ফেস্টিভ্যালে আয়োজকরা জানিয়েছেন যে, মিডনাইট স্ক্রিনিং বিভাগে এই সিনেমাটি দেখানো হবে।

খুলনা গেজেট/ এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!