বন বিভাগ পশ্চিম সুন্দরবনের আওতাধীন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী বন স্টেশন অফিসের সদস্যরা সুন্দরবনে অভিযান চালিয়ে অবৈধভাবে কাঠ পাচারের সময় তিনজনকে আটক করেছে। কাঁকড়া ধরার অনুমতি নিয়ে বনে ঢুকে তারা অবৈধভাবে কাঠ কেটে নৌকা ভর্তি করে। বুধবার (২৮ ডিসেম্বর) ভোর রাতে সুন্দরবনের দলদলিয়া খাল থেকে নৌকা ভর্তি কাঠসহ ওই তিন জনকে আটক করা হয়।
আটক তিন ব্যক্তি হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের মৃত করিম মালীর ছেলে নজরুল ইসলাম মালি, নজরুল ইসলাম মালীর ছেলে জিয়াদ মালী ও একই গ্রামের জুলু গাজীর ছেলে সাহেব আলী গাজী।
বনবিভাগ সূত্র জানায়, বনবিভাগ থেকে কাঁকড়া ধরার অনুমতি নিয়ে সুন্দরবনে ঢুকে কয়েকজন মৎস্যজীবী অবৈধভাবে কাঠ কেটে নৌকা ভর্তি করেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুড়িগোয়ালিনী বনস্টেশন অফিসার (এসও) নূর আলমের নেতৃত্বে স্টেশন অফিসের সদস্যরা বুধবার ভোর রাতে সুন্দরবনের দলদলিয়া খালে অভিযান চালিয়ে নৌকা ভর্তি সুন্দরী কাঠসহ ওই তিন জনকে আটক করে।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ,কে,এম ইকবাল হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে সুন্দরী কাঠ কেটে পাচার করার সময় তিনজনকে আটক করা হয়। পরে বন আইনে মামলা দিয়ে তাদেরকে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।
খুলনা গেজেট/ এসজেড