সাতক্ষীরায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এবার মাঠে নেমেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশের ছাড়পত্র ছাড়াই ইট পুড়িয়ে পরিবেশ দূষণের দায়ে কলারোয়ায় তিনটি ইট ভাটা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকাল থেকে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাশরুবা ফেরদৌসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালিত হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কৃষি জমির উপর ভাটা নির্মাণ করে অবাধে ইট পুড়িয়ে পরিবেশ দূষণের অপরাধে কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের ইউরেকা তেল পাম্প এলাকার আলী ব্রিকস, এস আর ব্রিকস ও কাজীরহাটের এইচ এম ব্রিকস বুলডোজার দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। এসব ইটভাটার জেলা প্রশাসনের লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছিল না। অনুমতি ছাড়াই অবৈধভাবে তারা এসব ভাটা পরিচালনা করে আসছিলেন।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাশরুবা ফেরদৌসের নেতৃত্বে অভিযান পরিচালনাকালে সংশ্লিষ্ট ভাট মালিকরা বৈধ কাগজপত্র দেখাতে ব্যার্থ হন। অভিযান পরিচালনাকালে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সাতক্ষীরা কার্যালয়ের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাশরুবা ফেরদৌস জানান, জেলার কলারোয়া কয়েকটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এসব ইটভাটার কোনো অনুমতি নেই। সাতক্ষীরা জেলায় জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
খুলনা গেজেট/কেএম