দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ও উপজেলাবাসীর স্বপ্ন পূরণে সাতক্ষীরার কলারোয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে কলারোয়াসহ দেশের ২০টি উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধন করেন তিনি।
গণপূর্ত অধিদপ্তর এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের বাস্তবায়নে ৩ কোটি ১০ লাখ ৭২ হাজার পাঁচ শ’ টাকা ব্যয়ে সাতক্ষীরার কলারোয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণ করেছে সরকার।
কলারোয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার ওবায়দুলাহ জানান, কলারোয়াতে সেবার জন্য নিযুক্ত ১৫ জন ফায়ার ফাইটার, পানিবাহী গাড়ি ও উদ্ধার সরঞ্জাম রয়েছে৷ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সার্বক্ষণিক দুর্ঘটনা মোকাবেলায় প্রস্তুত৷ জরুরি প্রয়োজনে ০১৩১৩৪২৫৯২১ নম্বরে ফোন করে সঠিক তথ্য দিয়ে দুর্ঘটনা মোকাবেলায় সকলকে অনুরোধ করেন তিনি।
প্রসঙ্গত, এর আগে কলারোয়ায় অগ্নিকান্ডসহ যে কোন ধরনের দুর্ঘটনা মোকাবেলায় উদ্ধার কার্য পরিচালনা করতে ফায়ার সার্ভিস কর্মীদের সাতক্ষীরা শহর থেকে যেতে হতো।
খুলনা গেজেট/কেএম