সাতক্ষীরার কলারোয়ায় জীবনের ঝুকি নিয়ে অফিস করছেন উপজেলার ৩টি গুরুত্বপূর্ণ দপ্তর। ঝুঁকিপূর্ণ ভবনে অফিস করছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস, সমবায় অফিস, উপজেলা কৃষি অফিস। বহু বছরের পুরাতন এই ভবনটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। যে কোন সময় ছাদ ধ্বসে পড়তে পারে। কক্ষগুলির চারপাশের ওয়ালে, ছাদে ও বারান্দায় বিশাল ফাটল দেখা দিয়েছে। এমনকি দেয়ালে ও ছাদের প্লাষ্টার খসে পড়ে রড বেরিয়ে গেছে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, ছোট্ট একটি অফিস কক্ষে জীবনের ঝুঁকি নিয়ে অফিস করছি। ছাদ খসে পড়ে রড দেখা যাচ্ছে।
একই অভিযোগ উপজেলা সমবায় দপ্তর ও কৃষি অফিস এর। বৃষ্টির সময় ছাদ চুইয়ে পানি পড়ায় অফিসের আসবাবপত্র নষ্ট হচ্ছে। ভারী বৃষ্টির সময় ছাদ চুইয়ে পানি পড়ার সময় অফিস থেকে বাইরে অবস্থান করতে হয় অনেক সময় বলে জানান তারা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস জানান, তিনি নতুন উপজেলায় যোগদান করেছেন। বিষয়টির খোঁজ খবর নেয়া হবে। আশা করছি আগামী দুই মাসের মধ্যে নতুন নির্মিত ভবন উদ্বোধন হলে পর্যায়ক্রমে ঝুঁকিপূর্ণ ভবনের অফিসগুলিকে অন্য স্থানে স্থানান্তর করা হবে।
খুলনা গেজেট/ টি আই