সাতক্ষীরায় বিজিবি সদস্যরা এক অভিযান চালিয়ে ভারতে পাচরের সময় ৮১৯ গ্রাম ওজনের ৬টি স্বর্ণেও বারসহ এক চোরাচালনাীকে গেস্খপ্তার করেছে। শুক্রবার (২৪ জুন) সকালে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কড়াগাছি সীমান্তবর্তী জুমদার খাল এলাকা থেকে এই স্বর্ণ উদ্ধার ও চোরাচালানীকে গ্রেপ্তার করা হয়।
গেস্খপ্তারকৃত স্বর্ণ চোরাচালানীর নাম মোঃ কামরুজ্জামান (৪০)। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্তবর্তী কেড়াগাছি গ্রামের আবুল হোসেনের ছেলে।
বিজিবি সূত্র জানায়, সাতক্ষীরার কলারোয়া উপজেলার কড়াগাছি সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর রেজা আহমেদের নেতৃত্বে একটি টহলদলের সদস্যরা ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় শুক্রবার সকাল সোয় ৬টার দিকে সীমান্তের মেইন পিলার ১৩ এর সাব পিলার ৩ এবং রেফারেন্স পিলার ৩ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া উপজেলার কেড়াগাছি সীমান্তের মজুমদার খালের মূখে কামরুজ্জামান নামের একজন বাই সাইকেল চালকের গতিরোধ করেন। পরে তল্লাশী চালিয়ে তার বাই সাইকেলের সিটের নিচের পাইপের মধ্যে কৌশলে লুকিয়ে রাখা ৬টি স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি সদস্যরা।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত ৬টি স্বর্ণের বারের ওজন ৮১৯ গ্রাম। যার মুল্যমান প্রায় ৭০ লাখ ৪৩ হাজার টাকা। সোনার বার গুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে এবং স্বর্ণ চোরাচালানী গ্রেপ্তারকৃত কামরুজ্জামানকে কলারোয়া থানায় সোপার্দ করা হয়। এঘটনায় বিজিবি’র পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
খুলনা গেজেট/ আ হ আ