পুলিশের অন্যায়ের প্রতিবাদ জানাতে গিয়ে নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন তিউনিসিয়ার একজন পেশাদার ফুটবলার। যিনি চার সন্তানের জনক।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গায়ে আগুন লাগানো সেই ফুটবলারের নাম নিজার ইসাউই (৩৫)।
নিজার তিউনিসিয়ার কাইরুনের হাফুজে গ্রামের বাসিন্দা। পেশাদার ফুটবলে তিনি শীর্ষ লিগের ক্লাব ইউএস মোনাস্তিরের গোলরক্ষক ছিলেন। জানা যায়, নিজারের চার সন্তান রয়েছে। মারা যাওয়ার আগে ফ্রি এজেন্ট হিসেবে অপেশাদার ফুটবল খেলে জীবিকা নির্বাহ করছিলেন নিজার।
নিহতের ভাই জানান, গত সপ্তাহে পুলিশের অন্যায়ের প্রতিবাদে নিজার তার গায়ে আগুন দেয়। এরপর তাকে তিউনিসিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত বৃহস্পতিবার তার মৃত্যু হয়। আর শুক্রবার তার দাফন করা হয়েছে।
গায়ে আগুন দেয়ার আগে ফেসবুকে একটি ভিডিও করেন নিজার। সেখানে তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে জানাতে গিয়ে চিৎকার করে নিজার জানান, ১০ দিনারে কলা বিক্রি হচ্ছে, এটার প্রতিবাদ করায় আমাকে পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে সন্ত্রাসী বানিয়ে দেয়া হলো। কলার দাম বাড়ার প্রতিবাদ করায় নাকি আমি সন্ত্রাসী। আর কোনো শক্তি অবশিষ্ট রইল না। পুলিশকে জানিয়ে দিতে চাই যে, আজকেই আমার সাজা হবে… গায়ে আগুন দিয়ে মৃত্যু।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সরকার নির্ধারিত দামের চেয়ে দ্বিগুণ দামে কলা বিক্রির প্রতিবাদে পুলিশের কাছে অভিযোগ করতে গেলে উল্টো তাকে সন্ত্রাসী বানানোর চেষ্টা করা হয়। এর প্রতিবাদেই তিনি আত্মহননের পথ বেছে নেন।
নিজারের মৃত্যুর পর তার শহর হাফুজে সাধারণ জনগণ প্রতিবাদ করছে। শহরের নানা জায়গায় প্রতিবাদকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে। পুলিশ প্রতিবাদকারীদের দমাতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে।
খুলনা গেজেট/ এসজেড