খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে কেসিসির ৪নং ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর টিপু নিহত
  গ্রেপ্তারের পর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়েছে সাবেক ওসির শাহ আলম, এক এএসআই সাময়িক বরখাস্ত

কলকাতা মোহামেডানে জামাল ভূইয়া !

ক্রীড়া প্রতিবেদক

গত বছর অক্টোবরে কলকাতায় বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের সঙ্গে দুর্দান্ত খেলেছিল বাংলাদেশ। ম্যাচের ৮২ মিনিট পর্যন্ত এগিয়ে থেকে ড্র করে মাঠ ছেড়েছিল বাংলাদেশের ফুটবলাররা। ওই ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। ম্যাচের আগে বলেছিলেন, আমরা ভারতীয় দর্শকদের হৃদয় ভাঙতে চাই। ঠিকই ভারতীয়দের হৃদয় ভেঙে এক পয়েন্ট নিয়ে দেশে ফেরেন জামাল ভূঁইয়া।

ভারতের সমর্থকদের হৃদয় ভাঙলেও ফুটবল কর্তাদের মন ঠিকই জিতেছেন জামাল। মূলত ওই ম্যাচের পর থেকেই ভারতীয় ফুটবল সংগঠকদের নজরে আছেন এই মিডফিল্ডার। ওই সময় আই লিগ ও ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) খেলার প্রস্তাব পেয়েছিলেন জামাল ভূঁইয়া। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের ঘরোয়া লিগেই খেলেছেন গত মৌসুমে। তবে ভারতীয় একটি পত্রিকার খবর অনুসারে, আইলিগের দল কলকাতা মোহামেডানে নাম লেখাতে যাচ্ছেন বর্তমানে সাইফ স্পোর্টিংয়ের হয়ে খেলা জামাল ভূঁইয়া।

এ প্রসঙ্গে জানতে চাইলে সাইফ স্পোর্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন চৌধুরী বলেন, ‘জামাল ভূঁইয়া আমাদের নিবন্ধিত ফুটবলার। ও আমাদের এখানেই খেলবে। সে কলকাতায় যাচ্ছে এমন কোনো কথা এখন পর্যন্ত আমাদের জানায়নি।’ এই খবর শোনার পর ক্লাব থেকেও জামালের সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু ক্লাব কর্মকর্তাদের কাছে জামাল কলকাতা মোহামেডানে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত কিছু জানাননি।

জামাল ভূঁইয়ার জন্ম ও বেড়ে ওঠা ডেনমার্কে। ফুটবলার হয়ে ওঠাও সেই দেশেই। ২০১৩ সালে জাতীয় দলে ঢুকেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত জামাল। দিনকে দিন বাংলাদেশের ফুটবলের পোস্টারবয় হয়ে ওঠা জামাল বর্তমানে ডেনমার্কে আছেন বাবা মায়ের সঙ্গে।

কলকাতায় খেলার বিষয়টা জানতে জামালের সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু হোয়াটসঅ্যাপ এই বিষয়ে তিনি কোনো উত্তর দেননি। তবে কলকাতা মোহামেডানের সাধারণ সম্পাদক ওয়াসিম আকরাম জানিয়েছেন, ‘জামাল ভূঁইয়ার সঙ্গে আমাদের কথাবার্তা চলছে। কিছু বিষয় নিয়ে আলোচনা চলছে। তবে এখনো চূড়ান্ত হয়নি কিছুই। চুক্তি চূড়ান্ত হলে সবাইকে জানাব।’ আগামী বছরের প্রথম সপ্তাহে আই লিগ শুরু হওয়ার সম্ভাবনা আছে।

আগামী ১৩ ও ১৭ নভেম্বর বাংলাদেশ দুটি প্রীতি ফুটবল ম্যাচ খেলবে নেপালের সঙ্গে। এই ম্যাচে খেলতে জামাল ঢাকায় আসবেন ২৮ অক্টোবর। অবশ্য এরই মধ্যে রাজধানীর একটি হোটেলে আবাসিক ক্যাম্প শুরু হয়ে গেছে আজ থেকে। আগামীকাল সকাল সাড়ে নয়টা বঙ্গবন্ধু স্টেডিয়ামে হবে ফুটবলারদের প্রথম অনুশীলন।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!