পদ-পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতীকরনের দাবীতে কর্মবিরতি পালন করছে গোপালগঞ্জ জেলা ও উপজেলা প্রশাসনের অধীনস্থ তৃতীয় শ্রেনীর কর্মচারীরা।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ৯ টায় জেলা প্রশাসকের কর্যালয়ের প্রধান ফটকের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করছে জেলা প্রশাসনের কর্মচারীরা।
আন্দোলনরত কর্মচারীরা জানিয়েছেন, জেলা প্রশাসনের সকল তৃতীয় শ্রেনীর কর্মচারীরা এই আন্দোলনে নেমেছে। আন্দোলনকে বেগবান করতে তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথম পর্বে আন্দোলন চলবে ১৫ নভেম্বর থেকে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত। দ্বিতীয় পর্বে ২২ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত এবং তৃতীয় পর্বে ২৯ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত। এছাড়া জেলার ৫ উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয়, সহকারী কমিশনার ভূমি-এর কার্যালয়ের কর্মচারীরাও নিজ নিজ অফিসে কর্মবিরতী পালন করছেন।
আন্দোলন চলাকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ কালেক্টরেট সমিতি গোপালগঞ্জ শাখার সভাপতি শেখ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ নূর ইসলাম খান, সংগঠনের সহ-সভাপতি নিহার রঞ্জন বিশ্বাস, দেলোয়ার হোসেন, সংগঠনের মহিলা সম্পাদিকা নাহিদা বেগম ও সদস্য লিয়াকত হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা তৃতীয় শ্রেনীর কর্মচারীদের এই যৌতিক আন্দোলন মেনে নেয়ার জন্য আহবান জানান। তারা আরো জানান, রবিবার থেকে শুরু হওয়া এ কর্মবিরতী চলবে আগামী ৩০ নভেম্বর সোমবার পর্যন্ত।