খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি
  সংস্কার-নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : ফখরুল

করোনায় ভুটানে মারা গেছে মাত্র একজন

আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাস মহামারিতে সারাবিশ্বের অবস্থা নাজুক হয়ে পড়েছে। করোনার দাপটে এই অঞ্চলের দেশগুলোর অবস্থাও বর্তমানে নাজুক। বিশেষ করে করোনার দ্বিতীয় তরঙ্গে কাবু হয়ে আছে ভারত।

অথচ, করোনা মানচিত্রে অন্যতম বিরল দেশ ভুটান। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে একজন।

করোনা সংক্রমণ শুরুর সময়ে রাজধানী থিম্পুর হাসপাতালে আক্রান্ত এক যুবকের একাধিক অঙ্গ বিকল হয়ে মৃত্যু হয়। তার পর থেকে সে দেশে একজনেরও করোনায় মৃত্যু হয়নি। দৈনিক সংক্রমণও আছে নিয়ন্ত্রণে।

জন হপকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্যানুসারে, ভুটানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক হাজার ২০২ জন এবং মারা গেছে একজন। আক্রান্তদের মধ্যে এক হাজার ৬৫ জন সুস্থ হয়েছে এবং বর্তমানে আক্রান্ত রয়েছে ১৩৬ জন।

বিশেষজ্ঞরা বলছেন, জনস্বাস্থ্যে বিশেষ জোর দেওয়ার কারণেই সে দেশে করোনা তেমন করে কামড় বসাতে পারেনি। ভুটানে রয়েছেন মোট ৩৩৭ জন চিকিৎসক, তিন হাজার স্বাস্থ্যকর্মী। তার পরেও লড়াইয়ে প্রায় জয় নিশ্চিত করে ফেলেছে ভুটান।

প্রশাসনিক পরিকল্পনার জেরেই এমনটা হয়েছে। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর চীনে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়লে ভুটান করোনার বিরুদ্ধে লড়াই শুরু করেছিল ২০২০ সালের ১৫ জানুয়ারি থেকে।

গত বছরের মার্চ মাসের ৬ তারিখে ভুটানে প্রথম আক্রান্তের খবর মেলে। তার ৬ ঘণ্টা ১৮ মিনিটের মধ্যে আক্রান্তের সংস্পর্শে আসা ৩০০ জনকে চিহ্নিত করে পরীক্ষা শুরু হয় এবং কোয়ারেন্টিন করা হয়। এমন পরিকল্পনার জেরে অনেকটা এগিয়ে গেছে ছোট্ট দেশটি। সূত্র : ওয়ার্ল্ডোমিটার।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!