বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা বাড়ছেই। শেষ খবর অনুযায়ী, আজ বুধবার (১৯ আগস্ট) সকালে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত লাখ ৮৪ হাজার ৩০৭ জনে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে বিশ্বের দুই কোটি ২৩ লাখ চার হাজার ৯৪ জন। তাদের মধ্যে বর্তমানে ৬৪ লাখ ৭৫ হাজার ১০৫ জন চিকিৎসাধীন এবং ৬২ হাজার ৩৫ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
এ ছাড়া করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত এক কোটি ৫০ লাখ ৪৪ হাজার ৬৮২ জন সুস্থ হয়ে উঠেছে।
এদিকে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে দেশে আরো ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে তিন হাজার ৭৪০ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরো তিন হাজার ২০০ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট দুই লাখ ৮২ হাজার ৩৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। নতুন করে সুস্থ হয়েছে তিন হাজার ২৪৩ জন। মোট এক লাখ ৬২ হাজার ৮২৫ জন করোনা থেকে সুস্থ হলো। গতকাল মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় ৯১টি ল্যাবে ১৪ হাজার ৬৩০টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৪৩৫টি।
নতুন ৪৬ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ৩৫ জন ও নারী ১১ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন দুই হাজার ৯৫৩ জন ও নারী ৭৮৭ জন। এ ছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিনজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৭ জন ও ষাটোর্ধ্ব ২২ জন রয়েছেন। অন্যদিকে নতুন করে মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগের ২৩ জন, চট্টগ্রাম বিভাগের ছয়জন, রাজশাহী বিভাগের চারজন, খুলনা বিভাগের সাতজন, বরিশাল বিভাগের দুজন, রংপুর বিভাগের তিনজন ও ময়মনসিংহ বিভাগের একজন রয়েছেন।
দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। এ পর্যন্ত দেশে মোট ১৩ লাখ ৭৮ হাজার ৮১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
খুলনা গেজেট/এআইএন