করোনার কাছে হার মানলেন যশোর ক্রীড়াঙ্গণ ও সাংস্কৃতিক অঙ্গণের স্বজন আলী আকবর (৭৮)। শনিবার সকাল সাড়ে ১০টায় তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
যশোর শহরের খালধার রোডে বসবাসকারী নাট্যাভিনেতা আলী আকবর ছিলেন যশোর বাস মালিক সমিতির সভাপতি, ইনস্টিউটের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আহ্বায়ক। এছাড়া তিনি যশোর ক্রীড়াঙ্গণে ছিলেন ওতোপ্রোতভাবে জড়িত। ছিলেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত।
মরহুমের ছেলে অভিনেতা আব্দুর রহমান কিনা জানান, গত কোরবানির ঈদের আগে তার বাবা করোনায় আক্রান্ত হন। এরপর তার অবস্থার অবনতি হলে ২০ জুলাই সন্ধ্যায় তাকে ঢাকার ইমপাল্স হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়। সেখানে তার অক্সিজেনের মাত্রা কমে গেলে গত পাঁচদিন তিনি আইসিইউতে ছিলেন। শনিবার সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। পরে সন্ধ্যায় তার মরদেহ যশোরে আনা হয়। এদিন বাদ এশা তার বাড়ির সামনে খালধার রোডে নামাজে জানাজা শেষে কারবালা কবরস্থানে দাফন করা হয়।
খুলনা গেজেট/এমএইচবি