খুলনা, বাংলাদেশ | ৯ ফাল্গুন, ১৪৩১ | ২২ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  কুয়েটের শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় বিএনপি ও যুবদলের চার নেতাকর্মীকে গ্রেপ্তার
  অপারেশন ডেভিল হান্টে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭৬৯

করোনায় আক্রান্ত তাহসান খান

বিনোদন ডেস্ক

জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি। গত ছয়দিন ধরে জ্বর ও শর্দিতে ভোগছিলেন তাহসান খান। তিনদিন আগে নাট্য নির্মাতা ইমরুল রাফাতের শুটিং সেটে তার শারীরিক অবস্থা গুরুতর হয়ে পড়ে। পরে করোনা পরীক্ষা করালে রেজাল্ট পজেটিভ আসে। এরপর সব কাজ বন্ধ করে দিয়ে বাসায়ই অবস্থান করছেন তাহসান।

এদিকে, করোনা আক্রান্ত তাহসান আজ বিকেলে সাংবাদিকদের উদ্দেশে এক বার্তা পাঠিয়ে জানিয়েছেন তিনি বর্তমানে তিনি বেশ সুস্থ আছেন। বার্তায় তাহসান লিখেছেন, ‘আমার স্বাস্থ্য সম্পর্কে আপনাদের উদ্বেগের জন্য ধন্যবাদ। আমার স্বাস্থ্যের অবস্থার কারণে আলাদাভাবে সবার উত্তর দেওয়া এবং ফোন কল গ্রহণ করা আমার পক্ষে কঠিন। আমি আশা করি এই বার্তাটি আপনার প্রশ্নের উত্তর দেবে।’

তাহসান বলেন, “আমার সহ-অভিনেত্রী তানজিন তিশা কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ার পর আমি সঙ্গরোধে ছিলাম। পরিচালক মোস্তফা কামাল রাজের ‘মানি মেশিন’-এর শুটিং চলাকালীন আমি গত সপ্তাহে তাঁর (তানজিন তিশা) সাথে ছিলাম। সে কারণে পূর্ব সতর্কতার জন্য আগেই আমি সঙ্গরোধে ছিলাম।”

তাহসান আরো লিখেছেন, ‘আমার খুব সামান্য লক্ষণ দেখা দেওয়ার পরও আমি এই সপ্তাহে পরীক্ষা করেছিলাম। আমি সবেমাত্র ফলাফল পেয়েছি এবং আমিও কোভিড পজিটিভ। আমার সমস্ত শুভাকাঙ্ক্ষী যাঁরা আমাকে করোনা সম্পর্কিত বার্তা প্রেরণ করছেন, তাঁদের কাছে আমি বলতে চাই যে; আমার জ্বর বা অন্য কোনো গুরুতর লক্ষণ নেই। সবেমাত্র পেশির ছোটখাটো ব্যথা এবং সাধারণ দুর্বলতা রয়েছে। সুতরাং দয়া করে আমার স্বাস্থ্য সম্পর্কে চিন্তা করবেন না। আপনাদের ভালোবাসা এবং উদ্বেগগুলো সত্যিই আমাকে স্পর্শ করেছে।

 

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!