করোনার হানায় বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। নিয়ম অনুসারে সাত দিনের কোয়ারেন্টিনের কথা থাকলেও বাংলাদেশ দলে করোনার সংক্রমণ দেখা দেয়ায় এখন ১০ দিনের কোয়ারেন্টিন মানার নির্দেশ দিয়েছে নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রণালয়। এছাড়াও, বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলনও স্থগিত করা হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার নিউজিল্যান্ড সফরে যাওয়া বাংলাদেশ দলে করোনার হানার খবর পাওয়া যায়। টাইগারদের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন ও পেস বোলিং কোচ ওটিস গিবসনের করোনা উপসর্গ পাওয়া গেছে। এ দুইজনের পাশাপাশি তাদের সংস্পর্শে থাকা মুমিনুল, মিরাজসহ জাতীয় দলের কয়েকজন ক্রিকেটারও আছেন আইসোলেশনে।
এছাড়াও, বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথেরও করোনা পজিটিভ আসে। নিউজিল্যান্ডে পৌঁছানোর পর প্রথম দুই করোনা পরীক্ষায় বাংলাদেশ দলের সবাই নেগেটিভ হয়েছিলেন। কিন্তু তৃতীয় পরীক্ষায় করোনা ধরা পড়ে হেরাথের। শ্রীলঙ্কা থেকে নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেওয়া সাবেক এই স্পিনার দলের বাকি সদস্যদের মতোই কোয়ারেন্টিনে রয়েছেন।
এর আগে, গেল ১০ ডিসেম্বর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ডে পোঁছায় টাইগাররা।পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্ট হেরে, ঐ রাতেই নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয় টাইগাররা।
নতুন বছরের প্রথম দিন মাউন্ট মঙ্গানুইয়ে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে মুমিনুল হকদের। এরপর ৯ই জানুয়ারি ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দুই দল।
খুলনা গেজেট/ এস আই