করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে সাতক্ষীরা জেলা প্রশাসন ব্যাপক তৎপর। জনসচেতনতা সৃষ্টিতে চলছে ব্যাপক প্রচার। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিতরণ করা হচ্ছে মাস্ক। মাস্কে অনীহা প্রকাশ করলে পরিচালনা করা হচ্ছে ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলা ম্যাজিস্ট্রেট এসএম মোস্তফা কামাল বলেন, তার নির্দেশনায় এবং সার্বিক তত্ত্বাবধানে কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জেলা ও উপজেলায় মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় নিশ্চিতকরণে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হচ্ছে। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ রোধকল্পে সাতক্ষীরা জেলায় ১ মার্চ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত পরিচালিত মোট ১৪১৩ টি মোবাইল কোর্ট অভিযানে ৩৫৮০ টি মামলায় অর্থদন্ডের মাধ্যমে ৫৪ লক্ষ ৩৪ হাজার ৪৭৯ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ৭৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে।
তিনি আরও বলেন, ১ ডিসেম্বর পরিচালিত মোট ৫ টি মোবাইল কোর্ট অভিযানে ১৯ টি মামলায় অর্থদন্ডের মাধ্যমে দশ হাজার সাতশত টাকা জরিমানা আদায় করা হয়।
খুলনা গেজেট / এমএম