খুলনা, বাংলাদেশ | ৩০ কার্তিক, ১৪৩১ | ১৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  খুলনার বড় বাজারের পাটের বস্তার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
  আজারবাইজানে কপ-২৯ জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

করোনায় সশস্ত্রবাহিনীর ১৯৯ সদস্যের মৃত্যু

গেজেট ডেস্ক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত সশস্ত্র বাহিনীর ১৯৯ জন মৃত্যুবরণ করেছেন। এ ছাড়া আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৯০২ জন। আজ শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সশস্ত্র বাহিনীর ১৫ হাজার ২২৮ জন সুস্থ হয়েছেন। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে ৪৭৫ জন দেশের বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন।

এ ছাড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সশস্ত্র বাহিনীতে কর্মরত সামরিক সদস্য ২০ জন, অবসরপ্রাপ্ত সামরিক সদস্য ১৭৯ জন সদস্যসহ সর্বমোট ১৯৯ জন সিএমএইচে মৃত্যুবরণ করেছে।

আইএসপিআর জানিয়েছে, গত ৭ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৪৩৯ জন। এ ছাড়া, গত ৭ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত একজন কর্মরত সামরিক সদস্য ও ৬০ বছর ঊর্ধ্ব একজন অবসরপ্রাপ্ত সদস্যসহ মোট দুজন সিএমএইচে মৃত্যুবরণ করেছেন।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!