খুলনা, বাংলাদেশ | ২৯ কার্তিক, ১৪৩১ | ১৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  খুলনার বড় বাজারের পাটের বস্তার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
  আজারবাইজানে কপ-২৯ জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

করোনাকালে মুক্তি পেল নতুন গানের অডিও অ্যালবাম

বিনোদন ডেস্ক

করোনাকালে অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পেল নির্মাতা এনামুল করিম নির্ঝরের ১৬টি গানের সংকলন। ‘আমি কি আমারে চিনি’ শিরোনামে এই অ্যালবামে কন্ঠ দিয়েছেন শিল্পী অটনমাল মুন ও শানিলা প্রমিতি।

করনাকালে স্থবির হয়ে যাওয়া অডিও ইন্ডাস্ট্রির শিল্পী ও কলাকুশলীদের মেলবন্ধন অটুট রাখার লক্ষ্যেই মুক্তি পেল ‘আমি কি আমারে চিনি’ শিরোনামের এই অ্যালবাম।

গত ৩১শে জুলাই থেকে অনলাইন প্ল্যাটফর্ম ইকেএনসির পেজে প্রতিদিন মুক্তি পাচ্ছে একটি করে গান। ‘আমি কি আমারে চিনি’, ‘চোখের পানি’, ‘হাতকড়া’, ‘রুচির প্রশ্নে’, ‘সুবিধার খালি কোল’, ‘সভা গায়কের মতো’, ‘কবিতাকে দায়ী করে’, ‘রম্য লেখক কাঁদছিল’ সহ ভিন্নধর্মী ১৬টি গানের এই সংকলনে কন্ঠ দিয়েছেন শিল্পী অটনমাল মুন ও শানিলা প্রমিতি।

সংগীতশিল্পী অটনমাল মুন বলেন, ‘এই করোনার সময়ে করা গানগুলো আপনার অনুগ্রহ করে শুনবেন। এই গানগুলো শুনতে চোখ রাখুন ইকেএনসির ফেজবুক পেজে ও ইউটিউব চ্যানেলে।’

মিউজিক ভিডিও’র এই যুগে ১৬টি গানের অডিও অ্যালবাম মুক্তির এই আয়োজন অডিও ইন্ডাস্ট্রির চাকা সচল রাখার প্রয়াস হিসেবেই দেখছেন নির্মাতা এনামুল করিম নির্ঝর।

খুলনা গেজেট / এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!