সব শিক্ষককে শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়নি। শুধু অনলাইন ক্লাস বা বিভিন্ন প্রশাসনিক কাজের প্রয়োজনে দায়িত্ব প্রাপ্ত শিক্ষকরা প্রতিষ্ঠানে উপস্থিত থাকবেন। আর অনলাইন ক্লাস তদারকি ও তথ্য সংগ্রহ করতে শিক্ষা কর্মকর্তাদের প্রতিষ্ঠান পরিদর্শন করতে বলা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে স্পষ্টীকরণ আদেশ জারী করে।
আদেশটিতে বলা হয়েছে, “মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং হতে গত ২২/০৯/২০১০ খ্রি. তারিখে ৩৭.০২.০০০০.১১৫.৫২.০০১.১৯.১৪০ স্মারকে ‘শিক্ষা কার্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহ আকস্মিক পরিদর্শন’ শিরােনামে ত্র জারি করা হয়।
উক্ত পত্রে করােনাকালীন পরিদর্শন তথ্য ছকে শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কিত তথ্য এর ১১নং ক্রমিকে বর্ণিত সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মচারী নিয়মিত উপস্থিত থাকেন কি না এ বিষয়টি স্পষ্টীকরণের লক্ষ্যে বলা হচ্ছে, সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মচারী বলতে শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন ল্যাব ও আইসিটি উপকরণসমূহ রক্ষণাবেক্ষণ ও সচল রাখা, নিয়মিত পতাকা উত্তোলন ও নামানাে, পরিষ্কার-পরিতার বিষয়টি মনিটরিং ইত্যাদি শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মচারীদের বােঝানে হয়েছে, এ অর্থে সকল শিক্ষক নয়।”
খুলনা গেজেট/এআইএন