খুলনা, বাংলাদেশ | ৯ পৌষ, ১৪৩১ | ২৪ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকার চিঠি গ্রহণ করেছে দিল্লি, নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র
  ২০২৫ সালে দেশের সব সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি ৭৬ দিন, একটানা বন্ধ ২৮ দিন
সন্তানের ভরনপোষণের দ্বায়িত্ব রাষ্ট্রের

কবিরাজ সেজে কিশোরীকে ধর্ষণ, একজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের কচুয়ায় কবিরাজ সেজে কিশোরীকে ধর্ষণের অপরাধে ফেরদাউস শেখ (৪৪) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। ঘটনার ৯ বছর পরে সোমবার (০২ অক্টোবর) দুপুরে বাগেরহাট নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. সাইফুল ইসলাম আসামীর অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। একই সাথে আসামীকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের কারাদন্ডাদেশ প্রদান করেছে আদালত।

এছাড়া আদালত ভিকটিমের সন্তান পিতা-মাতার পরিচয়ে পরিচিত হবে এবং ২১ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তার ভরণপোষন ব্যয় রাষ্ট্র বহন করবে। শিশুর ভরণপোষণ ব্যয়িত অর্থ সরকার আসামীর বিদ্যামা সম্পত্তি বা ভবিষতে প্রাপ্য সম্পত্তি থেকে আদায় করতে পারবে।

আসামী ফেরদাউস শেখ বাগেরহাট জেলার কচুয়া উপজেলার ঝালডাঙ্গা গ্রামের আবুল হাসান শেখের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৮ মার্চ দুপুরের দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে ধোপাখালী গ্রামের ওই কিশোরীর বাড়িতে প্রবেশ করেন কবিরাজ পরিচয়দানকারী ফেরদাউস শেখ। এক পর্যায়ে কিশোরীকে জিম্মি করে ধর্ষণ করেন ফেরদাউস শেখ। লোকলজ্জার ভয়ে কিশোরী কাউকে জানায় নি। এক পর্যায়ে কিশোরী অন্ত:সত্তা হলে বিষয়টি জানাজানি হয়। পরে ৭ মাস পর ভিকটিমের মা বাদি হয়ে ফেরদাউস শেখকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কচুয়া থানায় ধর্ষনের অভিযোগে মামলা দায়ের করেন।

কিশোরীর ডাক্তারি পরীক্ষা ও ঘটনার সত্যতা পেয়ে পরের বছর ২০১৫ সালের ৩১ জানুয়ারী আদালতে ফেরদাউস শেখের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন তদন্ত কর্মকর্তা এস আই হুমায়ুন কবির। ১১ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সালের সংশোধিত ৯ (১) ধারায় অভিযুক্ত আসামী ফেরদাউস শেখের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের কারাদন্ডাদেশ প্রদান করেছেন আদালত।

এছাড়া আদালত ভিকটিমের সন্তান পিতা-মাতার পরিচয়ে পরিচিত হবে এবং ২১ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তার ভরণপোষন ব্যয় রাষ্ট্র বহন করবে। শিশুর ভরণপোষণ ব্যায়িত অর্থ সরকার আসামীর বিদ্যামা সম্পত্তি বা ভবিষাতে প্যাপ্য সম্পত্তি থেকে আদায় করতে পারবে।

এইমামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন সিদ্দিকুর রহমান এবং আসামী পক্ষের মামলাটি পরিচালনা করেন আইনজীবী শেখ আনিছুর রহমান।

জাতীয় মহিলা পরিষদের বাগেরহাট জেলা শাখার সাধারন সম্পাদক ও আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের আহবায়ক রিজিয়া পারভিন বলেন, ‘ঘটনার পর থেকে আমরা হতদরিদ্র ভিকটিমের পাশে থেকে আইনী সহয়তা দিয়ে আসছিলাম। আজ আমরা ন্যায় বিচার পেয়েছি। আশাকরি ভবিষতে ন্যায় বিচার ও আইণের শাসন প্রতিষ্ঠিত হলে এ ধরনের অপরাধ সমাজ থেকে কমে আসবে’।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!