সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষীয় কাগজপত্রে জালিয়াতির অভিযোগে পরীক্ষার্থীকে তিনদিনের বিনাশ্রম কারদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আব্দুল্লাহ আল আমিন তাকে এ সাজা প্রদান করেন। এর আগে সোমবার বিকেল ৪ টার দিকে তাকে সাতক্ষীরা পুলিশ লাইন্স এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সাজাপ্রাপ্ত শান্তুনু মন্ডল আশাশুনি উপজেলার নাকতারা গ্রামের সতীশ মন্ডলের ছেলে।
সাতক্ষীরা পুলিশ সুপার কার্যালয়ের ডিএসবি’র পুলিশ পরিদর্শক ইয়াসিন আলম চৌধুরী জানান, সাতক্ষীরা জেলায় পুলিশ কনস্টবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম চলছে। সোমবার এই পদে নিয়োগ সংক্রান্ত কাগজপত্র জালিয়াতি করার অভিযোগে চাকরির প্রার্থী শান্তনু মন্ডল কে গ্রেপ্তার করা হয়।
তাৎক্ষনিকভাবে সাতক্ষীরার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আব্দুল্লাহ আল আমিন মোবাইল কোর্ট পরিচালনা করে শান্তনু মন্ডলকে তিন দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
খুলনা গেজেট/ এসজেড