নিউজিল্যান্ড সফরে এখনও টসভাগ্য বাংলাদেশের পক্ষে যায়নি। ওয়ানডে সিরিজের তিন ম্যাচেই টস হেরেছিলেন তামিম ইকবাল। এবার হ্যামিলটনের সেডন পার্কে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতেও টস হারলেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টিম সাউদি।
এ ম্যাচ দিয়ে প্রথমবারের মতো কুড়ি ওভারের ক্রিকেটে অভিষেক ঘটেছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ও বাঁহাতি ফাস্ট বোলার শরিফুল ইসলামের। আর অভিষেকে প্রথম ওভারেই ভেলকি দেখালেন নাসুম। শূন্য রানে ফেরালেন কিউই ওপেনার ফিল এলেনকে। সরাসরি ভেঙে দিলেন তার উইকেট।
এরপর নাসুম ফেরালেন দুর্দান্ত প্রতাপশালী ব্যাটসম্যান মার্টিন গাপটিলকে। ২৭ বলে ৩৫ রানের ইনিংস খেলে নাসুমের বলে সৌম্যর হাতে ক্যাচ তুলে দেন গাপটিল। দুই ওপেনারকে হারিয়ে বিধ্বংসী হয়ে ওঠেন তিনে ও চার নম্বরে নামা দুই।ব্যাটসম্যান। বিশেষ করে ওয়ানডে সিরিজসেরা ডেভিড কনওয়ে বাংলাদেশি বোলারদের ওপর চড়াও হন। ৫২ বল খেলে হার না মানা ৯২ রান করেছেন তিনি।
অপরপ্রান্তের ব্যাটসম্যান উইল ইয়ং ৩০ বলে ৫৩ রান করে সাজঘরে ফিরেছেন। তাকে আউট করেছেন মেহেদী হাসান। নির্ধারিত ২০ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ২১০ রান।
খুলনা গেজেট/কেএম