খুলনা, বাংলাদেশ | ২০ মাঘ, ১৪৩১ | ৩ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে বাসচাপায় পিকআপচালক ও হেলপার নিহত

কত টাকা টোল দিলেন প্রধানমন্ত্রী?

গেজেট ডেস্ক

পদ্মা সেতু উদ্বোধন করার পর গাড়ি বহর নিয়ে পদ্মা পাড়ি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় নিজ হাতে টোল দেন তিনি। এই অর্থের মাধ্যমে পদ্মার আয়ের হিসেব শুরু হয়।

সেতু কর্তৃপক্ষের বরাতে জানা যায়, শেখ হাসিনাকে টোল গুণতে হয়েছে ৭৫০ টাকা। বহরের সবকটি গাড়ির টোলও দেন তিনি। এজন্য তার গুণতে হয়েছে ১৬ হাজার ৪০০ টাকা।

আজ শনিবার বেলা ১২টায় পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বাংলাদেশের বিস্ময়কর সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী মঞ্চের বেদিতে বাটন চেপে বহুল আকাক্সিক্ষত পদ্মা সেতুর উদ্বোধন করেন তিনি। এরই সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে গোটা দেশ। বর্ণিল উৎসব শুরু হয়ে যায় পদ্মার দুই পাড়ে।

 

খুলনা গেজেট/ আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!