কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে কেসিসির ৪নং ওয়ার্ড অপসারিত কাউন্সিলর গোলাম রব্বানী টিপু নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে হোটে সীগালের সামনে তাকে গুলি করে হত্যা করা হয়।
কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, বৃহস্পতিবার রাত ৯ টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিহতের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তার পরিচয় শনাক্ত করা গেছে। গোলাম রব্বানী খুলনা সিটি কর্পোরেশনের দৌলতপুরের দেয়ানা উত্তর পাড়ার মো. গোলাম আকবরের ছেলে। তিনি গত ৫ আগস্ট সরকার পতনের পর এলাকা ছাড়া ছিলেন।
অটোরিকশাচালক আব্দুস সালাম বাবু টিপুকে হাসপাতালে নিয়ে আসেন। তিনি জানান, সি গাল পয়েন্টের কাঠের সেতুর কাছে তিনি গুলির শব্দ শুনতে পান। তবে তিনি ঘটনাস্থলে কাউকে দেখতে পাননি। কেবল একজন ব্যক্তিকে পড়ে যেতে দেখেন। ‘সঙ্গে সঙ্গে আহত ব্যক্তিকে অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে আসি,’ বলেন বাবু।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া মুখপাত্র) জসিম উদ্দিন চৌধুরী বলেন, ‘সাবেক কাউন্সিলরকে হত্যা পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। কারণ কক্সবাজারে তার কোনো শত্রু থাকার কথা নয়।’
তিনি আরও জানান, এ বিষয়ে পুলিশের একাধিক দল ও গোয়েন্দা সংস্থা কাজ করছে।
উল্লেখ্য, নিহত টিপু স্বেচ্ছাসেবক লীগ খুলনা মহানগর শাখার সহ-সভাপতি ছিলেন। এছাড়া দৌলতপুরে আলোচিত হুজি শহীদ হত্যা মামলার অন্যতম আসামি।
খুলনা গেজেট/এএজে/এনএম