কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে স্থানীয় দুর্বৃত্তদের হামলার কথা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে আইএসপিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বিমান ঘাঁটির পাশের সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। এ ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে। ঠিক কখন এ হামলা হয়েছে সে সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে স্থানীয়রা।
এদিকে বিবিসি বাংলা জানিয়েছে, কক্সবাজারের সংঘর্ষের ঘটনায় অন্তত একজনের মৃত্যু হয়েছে।
কক্সবাজারের সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক সবুক্তাগিন মাহমুদ সোহেল বিবিসি বাংলাকে একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেছেন, তার শরীরে থেতলে যাওয়া আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ বোঝা যাবে।
আরেকজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে তিনি জানান।
স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, নিহত ব্যক্তির নাম শিহাব কবির নাহিদ। নিহতের পিতা সাংবাদিকদের কাছে দাবি করেছেন, তার ছেলে গুলিতে মারা গেছেন।
তবে গুলি বা হতাহতের বিষয়ে বিমান বাহিনী বা আইএসপিআরের পক্ষ থেকে কোন বক্তব্য দেয়া হয়নি।
খুলনা গেজেট/এনএম