চলতি বছরের অক্টোবরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। আসন্ন এই বিশ্বকাপের জন্য এখন থেকেই তোড়জোড় শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানা গেছে, বিশ্বকাপকে সামনে রেখে বিসিবি ২৪ জন ক্রিকেটারকে নিয়ে একটি পুল তৈরী করেছে। সেই পুলে মাহমুদউল্লাহ রিয়াদ-নাঈম শেখদের মতো সাম্প্রতিক সময়ে ছিটকে পড়া ক্রিকেটাররাও থাকছেন বলে আভাস পাওয়া গেছে।
একদিন আগেই বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন জানিয়েছিলেন, আসন্ন বিশ্বকাপে মাহমুদউল্লাহ রিয়াদকে দেখছেন না তিনি। আর এরপরই বিষয়টি নিয়ে বেশ আলোচনা চলছে। এদিকে, শুক্রবার বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু গণমাধ্যমের মুখোমুখি হলে তার কাছে জানতে চাওয়া হয় বিশ্বকাপের ভাবনায় গড়ে তোলা সেই পুলে রিয়াদ থাকছেন কি না। এমন প্রশ্নে নান্নু একটি ঘুরিয়েই বললেন, ‘১ জন না ২৪ জন খেলোয়াড় নিয়ে পুল করা হয়েছে। সুতরাং এখানে পার্টিকুলার কেউ না যারা আছে সবাইকে বিশ্বকাপের জন্য মনিটরিং করা হচ্ছে।’
চলতি ডিপিএলে রান ফোয়ারা ছোটাচ্ছেন ওপেনার নাঈম শেখ। তিনি রয়েছেন কি না এই পুলে এমন প্রশ্নে নান্নু বলেন, ‘নাইম শেখ অবশ্যই ভালো করছে। এইচপিতে ছিল সামনে এ টিমের সিরিজ আছে। অনেক খেলোয়াড়ই ভালো পারফর্ম করছে। এদেরকে ভালো করে মনিটরিং করা হচ্ছে এবং আমাদের পুলের যে ২৪ জন খেলোয়াড় আছে এদের মধ্যে অবশ্যই ও (নাঈম) থাকবে।’
এদিকে ২৪ জন পুলের এই তালিকায় রয়েছেন আফিফ হোসেন-মৃত্যুঞ্জয় চৌধুরীরাও। মৃত্যুঞ্জয়ের ব্যাপারে নান্নু বলেন, ‘এখানে আমাদের কিছু নাম্বার অব পেস বোলারদের জন্য একটা পুল করেছি। যেখানে পেসারদের মধ্যে ১০ জন রয়েছে, তাদের মধ্যে মৃত্যুঞ্জয় রয়েছে। সেখান থেকে তাকে এবারের সিরিজে যুক্ত করা হয়েছে। আশা করছি টিম ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করে আরো উন্নতি করতে পারবে সে।’
বিশ্বকাপ দল ঘোষণা করতে আফগানিস্তান পর্যন্ত অপেক্ষা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কদিন আগে বিসিবির নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘আফগানিস্তান সিরিজ পর্যন্ত অপেক্ষা করব। এরপরই আসলে আমাদের স্কোয়াড চূড়ান্ত করতে সুবিধা হবে। সেই পর্যন্ত মোটামুটি যতটুকু দেখা সম্ভব আমরা দেখব। সিরিজ দুটো জেতাই আমাদের প্রধান লক্ষ্য। এর মধ্যে আমরা খেলোয়াড়দের দেখব। এরপর আসলে খুব বেশি দেখার সুযোগ থাকবে না।’
খুলনা গেজেট/ এসজেড