খুলনা, বাংলাদেশ | ২ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  প্রীতি ম্যাচ : মালদ্বীপকে ২-১ গোলে হারাল বাংলাদেশ, সিরিজ শেষ হলো ১-১ সামতায়
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৪
  আগামীর বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার, বাক স্বাধীনতার : ড. ইউনূস
  জুলাই-আগস্টে নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে সময় লাগবে : উপদেষ্টা আসিফ

ওস্তাদ রশিদ আলি খানকে তোলা চেয়ে খুনের হুমকি, গ্রেপ্তার বাড়ির পরিচারক

কলকাতা প্রতিনিধি

হয় ৫০ হাজার টাকার তোলা দিতে হবে, নইলে প্রাণে মেরে ফেলা হবে।ঠিক এই ভাবে খুনের হুমকি দেওয়া হল ভারতের উচ্চাঙ্গসংগীতের আইকন ও প্রখ্যাত সঙ্গীত শিল্পী ওস্তাদ রশিদ আলি খান ও তার পরিবারকে।

এই ঘটনায় কলকাতা পুলিশের গুণ্ডা দমন শাখা মোবাইল টাওয়ারের সূত্র ধরে উত্তরপ্রদেশের আমরোহ জেলার কৌরালা গ্রাম থেকে দীপক আওলাখকে(২০) গ্রেপ্তার করে কলকাতায় আনে। এই তোলাবাজ চক্রের হদিস পেতে লালবাজারে ধৃত দীপককে দফায় দফায় জেরা করে পুলিশ। দীপক রশিদ আলি খানের বাড়িতে পরিচারকের কাজ করতো। সপ্তাহ খানেক কাজ করে সে চম্পট দেয় । তারপর উত্তরপ্রদেশের গ্রাম থেকে রশিদ খানের বড় মেয়ের মোবাইলে ইন্টারনেট ভয়েস মাস্কিংয়ের সাহায্যে ফোনে হুমকি দেয় তোলা চেয়ে।সংস্কৃতির পীঠস্হান কলকাতায় কোনো শিল্পীকে খুনের হুমকি ও তোলা চেয়ে ফোনের ঘটনা এই প্রথম।এরপর কলকাতার নেতাজীনগর থানায় রশিদ খানের পরিবারের তরফ থেকে এফআইআর করা হয় । কলকাতা পুলিশ প্রথমে রশিদ খানের গাড়ির চালক অবিনাশকুমার ভারতীকে জেরা করে। তবে তাকে পুলিশ ছেড়ে দেয়। এবার কলকাতা পুলিশের গুণ্ডা দমন শাখার একটি টিম মোবাইলের সূত্র ধরে পৌঁছে যায় উত্তরপ্রদেশে। সেখানে রশিদ খানের বাড়ির পরিচারক দীপক আওলাখকে গ্রেপ্তার করে এবং কলকাতায় আনে।

এই ঘটনায় টলিউড ও বলিউডের কলাকুশলীরা তীব্র নিন্দা করেন। খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তীব্র নিন্দা করেন। তিনি বলেন , এই ঘটনার পূর্ণ তদন্ত হবে। কাউকেই রেহাই দেওয়া হবে না। বামফ্রন্টের চেয়ার বিমান বসু, সিপি আই, সিপিআই এম সহ বাম দলগুলির রাজ্যসম্পাদক ও লোকসভার বিরোধী দলনেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীররঞ্জন চৌধুরী ঘটনার তীব্র নিন্দা করেন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!