খুলনা, বাংলাদেশ | ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ক্ষমতার যথেচ্ছ ব্যবহারের প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ

মনিরামপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় মামলা

মণিরামপুর প্রতিনিধি

মণিরামপুরে মাথায় অস্ত্র ঠেকিয়ে গভীর রাতে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় অজ্ঞাতনামা ৭/৮ জন আসামীর বিরুদ্ধে ঘটনার পরের দিন রবিবার রাতে থানায় মামলা হয়েছে । যার মামলা নং- ১৯ । মামলার বাদী হয়েছেন উপজেলার পলাশী গ্রামের মফিজ পাটোয়ারীর পুত্র সৌদি প্রবাসী মানিক হোসেনর ভাই মনির হোসেন ।

মামলার বিষয়টি নিশ্চিত করেন মণিরামপুর থানার ওসি শিকদার মতিয়ার রহমান । তদন্তকারী কর্মকর্তা করা হয়েছে থানার এসআই শাহাবুল ইসলামকে । তবে উক্ত ডাকাতির ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

উল্লেখ্য,  শনিবার দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার খেদাপাড়া ইউনিয়নের আলোচিত ক্রাইম পয়েন্ট ভান্ডারিয়া মোড় সংলগ্ন পলাশী গ্রামের প্রবাসী মানিক হোসেনের ভাই মনির হোসেনের মাথায় অস্ত্র ঠেকিয়ে বাড়ির অন্যান্যদের অস্ত্রের মুখে জিম্মি করে,  এ ডাকাতির ঘটনা ঘটে।

খুলনা গেজেট/এমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!