খুলনা, বাংলাদেশ | ১৩ মাঘ, ১৪৩১ | ২৭ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বেতনের সাথে অবসর ভাতা দেয়াসহ বিভিন্ন দাবি পূরণ না হওয়ায় আজ মধ্যরাত থেকে ট্রেন না চালানোর ঘোষণা রেলের রানিং স্টাফদের
  ঢাবির প্রো-ভিসির পদত্যাগ চেয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম সাত কলেজের শিক্ষার্থীদের

ওমানের বিপক্ষে জয় নিয়ে যা বললেন মাহমুদউল্লাহ

ক্রীড়া ডেস্ক

ওমানের বিপক্ষে ২৬ রানে জিতে বিশ্বকাপে টিকে রইল বাংলাদেশ। অন্যদিকে হারলেও দুর্দান্ত খেলেছে ওমান। ব্যাটিং ও বোলিংয়ে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে জিশান মাকসুদের দল। টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের ৬ নম্বর দলকে হারাতেই বসেছিল তারা। প্রথমে বল করে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশকে অলআউট করে দিতে সক্ষম হয় ওমান। ১৫৩ রানে থেমে যায় টাইগাররা।

পরে ব্যাটিংয়েও চার-ছক্কার ফুলঝুড়ির পসরা মিলিয়ে বসে ওমানের ব্যাটাররা। শেষ দিকে সাকিব-মোস্তাফিজের বোলিং নৈপুণ্যে ম্যাচ জেতে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে নেমে প্রথম জয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘হ্যা, অবশেষে কাঙ্ক্ষিত জয়টা পেয়েছি। এই জয়ে সবাই খুশি। তবুও আমাদের বেশ কয়েকটি জায়গায় উন্নতির দরকার আছে। দর্শকদের ধন্যবাদ যে, তারা খেলা দেখতে এসেছেন। তারা বাংলাদেশের জয় আশা করেছিলেন। দেশের জন্য জেতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সাকিব ও নাঈম অসাধারণ ব্যাটিং করেছে। তারা একটি বড় জুটি গড়েছে, যা আমাদের সংগ্রহ দেড়শ ছাড়িয়ে যাওয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কিন্তু নতুন বলে আমাদের আরো ভালো করার কথা ছিল। কিন্তু বোলাররা অনেক অতিরিক্ত রান দিয়ে ফেলেছে। আমাদের এই জায়গাগুলোতে আরো নজর রাখতে হবে এবং শুদ্ধ করতে হবে। আসলে আমরা খেলার মধ্যবর্তী পর্যায় থেকে আমাদের নিয়ন্ত্রণে নিতে পেরেছি। প্রথম ৬ ওভার সেটা ব্যাটিং বা বোলিং – দুই জায়গাতেই আমাদের উন্নতি আনতে হবে।’




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!