খুলনা, বাংলাদেশ | ২৫ আশ্বিন, ১৪৩১ | ১০ অক্টোবর, ২০২৪

Breaking News

  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩৩
  কুষ্টিয়ায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু
  আরও এক মামলায় খালাস পেলেন ফখরুল-রিজভী-আমির খসরু
  ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে রেণু হত্যা : একজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে খুলনা জেলা আ.লীগের বিভিন্ন কর্মসূচি পালন

নিজস্ব প্রতিবেদক

ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস উপলক্ষে আজ বিকেল সাড়ে ৪টায় দলীয় কার্যালয়ে খুলনা জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশিদ।
সভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী।

সভাপতি তার বক্তব্যে বলেন, “বাংলার ইতিহাসে ১৯৭১ সালের মার্চ মাস এক মাইলফলক। মহিমান্বিত ইতিহাস রচিত হয় এই ’৭১ সালে। পহেলা মার্চ ১৯৭১। ঢাকার হোটেল পূর্বাণীতে এক বৈঠক হয়। কিন্তু কোনো সমাধান ছাড়াই বৈঠক শেষ হলে বঙ্গবন্ধু হরতালের ঘোষণা দেন সারা দেশে। ২, ৩, ৪ হরতাল চলে স্বতঃস্ফূর্তভাবে। এরপর ৭ই মার্চ জনসভায় পরবর্তী কর্মসূচি ঘোষণার কথা জানানো হয়। ৭ই মার্চ আসে সেই মাহেন্দ্রক্ষণ। তৎকালীন রেসকোর্স ময়দান বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু এক ঐতিহাসিক ভাষণ দেন। কালজয়ী এই ভাষণে তিনি বাঙালি জাতিকে সাহসী করে তোলেন। ১৭ মিনিটের সেই ভাষণের প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য যেন দীর্ঘ ইতিহাসের বর্ণনা, প্রতিটি শব্দে, বাক্যে লুকিয়ে রয়েছে গৌরবগাথা মুক্তির মর্মকথা। তিনি ভাষণে প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার আহ্বান জানিয়ে ঘোষণা দেন—‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ তার ভাষণের সঙ্গে সঙ্গে অসহযোগ আন্দোলন তুঙ্গে ওঠে। স্লোগাণে স্লোগাণে মুখরিত হয়ে ওঠে আকাশ-বাতাস—‘বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো।’

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. কাজী বাদশা মিয়া, অ্যাডভোকেট এম এম মজিবুর রহমান,এ এফ এম মাকসুদুর রহমান, এডভোকেট রবীন্দ্রনাথ মন্ডল, অধ্যক্ষ দেলোয়ারা বেগম, অধ্যাপক অ্যাডভোকেট নিমাই চন্দ্র রায়,বি এম এ সালাম, রফিকুর রহমান রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক শরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, কামরুজ্জামান জামাল, এডভোকেট ফরিদ আহমেদ, জেলা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য যথাক্রমে সরদার আবু সালেহ, জবায়ের আহমেদ খান জবা, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান কালু, মোখলেসুর রহমান বাবলু, হালিমা ইসলাম, মোল্লা মোজাফফর হোসেন, মোঃ খায়রুল আলম, অসিত বরণ বিশ্বাস, আজগার বিশ্বাস তারা, জামিল খান, শাহিনা আক্তার লিপি, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ, খান সাইফুল ইসলাম, এডভোকেট সেলিনা আক্তার পিয়া, এডভোকেট জেসমিন পারভীন জলি, আজিজুর রহমান রাসেল, অজিত বিশ্বাস, আজাদুর রহমান হীরক, অধ্যাপক ডাক্তার শ্যামল দাস, আসাদুজ্জামান কচি, পারভেজ হাওলাদার, মোহাম্মদ ইমরান হোসেন, মাহফুজুর রহমান সোহাগ, মারুফ হোসেন, তানভীর রহমান আকাশ, বাঁধন হালদার, শেখ মোঃ রাসেল, খাইরুল বাশার, সাইফুল ইসলাম সাইফ, বিশ্বজিৎ মন্ডল, আব্দুল খালেক স্বাধীন, হিরন শিকদার, নীলমনি, আরিফ, ড়ড়রুবেল, অরন্য সৌরভ, ওয়াহিদ প্রমুখ।

জেলা আওয়ামী লীগের পক্ষে সকাল ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড সুজিত অধিকারীর নেতৃত্বে জেলা আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা এফ এম মাকসুদুর রহমান, রফিকুর রহমান রিপন, কামরুজ্জামান জামাল, এ্যাড ফরিদ আহম্মেদ, মোজাফ্ফর মোল্লা, অসিত বরণ বিশ্বাস, জামিল খান, বিনয় কৃষ্ণ রায়, শেখ মোঃ আবু হানিফ, আজিজুর রহমান রাসেল, পারভেজ হাওলাদার, মোঃ ইমরান হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া দিনব্যাপী বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রচার করা হয়।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!