জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স থাইল্যান্ডের ব্যাংককে পৌঁছেছে। আজ রাত সাড়ে ৯টায় এয়ার অ্যাম্বুলেন্সটি থাইল্যান্ড পৌঁছায়।
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের আজ শুক্রবার রাত ১০টার দিকে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
জি এম কাদের বলেন, ‘জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদের অবস্থা অপরিবর্তিত রয়েছে। এখন ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে তাঁর চিকিৎসা শুরু হবে।’
বেগম রওশন এরশাদের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান।
এর আগে আজ জাতীয় পার্টির প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী গণমাধ্যমকে বলেছিলেন, ‘রওশন এরশাদের শারীরিক অবস্থা ভালো নয়। তাই চিকিৎসকদের পরামর্শে এয়ার আ্যম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে।’
গত ১৪ আগস্ট রওশন এরশাদকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সে সময় বেশ কিছুদিন তিনি আইসিইউতে ছিলেন। পরে তাঁকে কেবিনে নেওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত ২০ অক্টোবর আবার তাঁকে আইসিইউতে নেওয়া হয়।
বেগম রওশন এরশাদ ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য এবং সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের স্ত্রী।
খুলনা গেজেট/ এস আই