খুলনা, বাংলাদেশ | ২ মাঘ, ১৪৩১ | ১৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হামাস
  রেস্তরাঁয় ধার্য করা নতুন ভ্যাট পুনর্বিবেচনার আশ্বাস এনবিআরের
  ২০১৮ সালের নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনার সুপারিশ : ইসি সংস্কার প্রধান

এসএস‌সি পরীক্ষা কেন্দ্রে লাইট-ফ্যান নিশ্চিতসহ ৩১ দফা নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

এ মাসে তাপমাত্রা ধারাবাহিকভাবে ওঠানামা করবে। ঈদের পর স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম। মাধ্যমিক পর্যায়ের কেন্দ্রে লাইট ও ফ্যান নিশ্চিত করার জন্য জেলা প্রশাসন নির্দেশনা দিয়েছেন। খুলনা জেলার ৫৭টি কেন্দ্রে এসএসসি, ১৩টি কেন্দ্রে দাখিল ও ১৯টি কেন্দ্রে ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফাতিমা উচ্চ বালিকা কেন্দ্র বাতিল করা হয়েছে।

যশোর শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি আগামী ৩০ এপ্রিল শুরু হবে। মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা একই দিনে। পরীক্ষার প্রস্তুতি সভায় খুলনা জেলা প্রশাসন ৩১ দফা নির্দেশনা দিয়েছে। নির্দেশনার মধ্যে অন্যতম কেন্দ্রের প্রতিটি কক্ষে পর্যাপ্ত লাইট ও ফ্যান সচল রাখতে হবে। কেন্দ্র সচিবরা ছাড়া কেউই মোবাইল ফোন ব্যবহার করতে পারবেনা। পুলিশের উপস্থিতিতে কেন্দ্র সচিব ট্রেজারি থেকে প্রশ্নপত্র ও গোপনীয় কাগজপত্র সংগ্রহ করতে পারবে। ইতিপূর্বে যেসব পরিদর্শক বহিস্কৃত হয়েছেন তারা পরিদর্শক হিসেবে নিয়োগ পাবেন না।

জেলায় ২৪ হাজার ৯৮ জন এসএসসি, ৩হাজার ৫৫১ জন দাখিল ও ১ হাজার ৮৬৭ জন ভোকেশনাল পরীক্ষায় অংশ নেবে। কেন্দ্রগুলো হচ্ছে জিলা স্কুল, দৌলতপুর মুহসিন, পাবলিক কলেজ, বঙ্গবাসী, নৌবাহিনী, গভ: ল্যাবরেটরী, সরকারি বালিকা, বয়রা মডেল, হাজী ফয়েজ, করোনেশন, সরকারি মডেল, বিকে ইউনিয়ন, খুলনা কলেজিয়েট, রোটারী, পল্লীমঙ্গল, ইকবালনগর, ইসলামাবাদ কলেজিয়েট, খালিশপুর মাধ্যমিক, আফিল উদ্দিন, দৌলতপুর মুহসিন বালিকা, আরআরএফ, খানবাড়ি, চালনা বাজার বালিকা, বাজুয়া রি ইউনিয়ন, পাইকগাছা সরকারি, কপিলমুনি সহচরি, আরকে বিকে, চাঁদখালী, গাড়ইখালী, পাইকগাছা সরকারি বালিকা, কপিলমুনি মেহেরুন্নেছা, বটিয়াঘাটা থানা হেডকোয়ার্টার, খারাবাদ বাইনতলা, জলমা চক্রাখালী, ডুমুরিয়া এনজিপি ও এনসিকে, শাহাপুর মাধ্যমিক, দিব্যপল্লী, সাহস নোয়াকাটি, ফুলতলা রিইউনিয়ন, জাহানাবাদ ক্যান্ট:, জামিরা বাজার, শিরোমনি মাধ্যমিক, কাজদিয়া উ্চ্চ মাধ্যমিক, বেলফুলিয়া, শিয়ালী মাধ্যমিক, দিঘলিয়া এমএ মজিদ, সেনহাটি মাধ্যমিক, কয়রা মদিনাবাদ, আমাদী জায়গীর মহল, গিলাবাড়ি পাঞ্জুগাজী, সুন্দরবন মাধ্যমিক, ইখুড়ী কাটেঙ্গা, ডুমুরিয়া সরকারি বালিকা, শলূয়া পূর্ণচন্দ্র, চান্নিরচক, দিঘলিয়া হাজী সায়েম উদ্দিন ও গাজীরহাট গাজী নঈমুদ্দিন।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!