খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  উড্ডয়ন করেছে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
  রাজধানীতে পঙ্গু হাসপাতালে আগুন
  গুম ও জুলাই গণহত্যায় জড়িত ৯৭ জনের পাসপোর্ট বাতিল
  ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ভারতে আছেন শেখ হাসিনা, ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং

এসএসসির প্রথম দিনে যশোর বোর্ডে অনুপস্থিত ১৮৩৪ শিক্ষার্থী

 নিজস্ব প্রতিবেদক

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ১ হাজার ৮৩৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এদিকে যশোর বোর্ডের আওতায় এবারের পরীক্ষায় কারাগারে বসে অংশ নিয়েছেন পাঁচ পরীক্ষার্থী। রোববার (৩০ এপ্রিল) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আহসান হাবীব।

তিনি বলেন, যশোর শিক্ষা বোর্ডের এসএসসির প্রথম দিন বাংলা (আবশ্যিক) প্রথম পত্রে ২৯৩টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪৯ হাজার ৪৫৮ জন। তাদের মধ্যে ১ লাখ ৪৭ হাজার ৬২৪ জন পরীক্ষায় অংশ নিয়েছেন এবং ১ হাজার ৮৩৪ জন অনুপস্থিত ছিলেন। অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন সবচেয়ে বেশি যশোরে ৩১৯ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া খুলনায় ২৩২ জন, বাগেরহাটে ১২০, সাতক্ষীরায় ১৭৫, কুষ্টিয়ায় ২১৭, চুয়াডাঙ্গায় ১৪৪, মেহেরপুরে ৯২, নড়াইলে ১১৫, ঝিনাইদহে ২৯৬ ও মাগুরায় ১২৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অনুপস্থিত শিক্ষার্থীর হার ১ দশমিক ২ শতাংশ। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোনো পরীক্ষার্থী ও পরিদর্শক বহিষ্কার হননি।

তিনি আরও বলেন, এবারের এসএসসি পরীক্ষায় আদালতের নির্দেশে খুলনা, যশোর, নড়াইল, ঝিনাইদহ ও কুষ্টিয়ার একজন করে মোট পাঁচজন শিক্ষার্থী কারাগারে বসে পরীক্ষায় অংশ নিয়েছেন।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!