খুলনা, বাংলাদেশ | ২৯ মাঘ, ১৪৩১ | ১২ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  অপারেশন ডেভিল হান্টে ২৪ ঘণ্টায় সারাদেশে গ্রেপ্তার আরও ৬০৭
  কর্মকর্তা প্রত্যাহারে বাংলাদেশ ব্যাংকের অভিযুক্তদের অনুসন্ধান-তদন্ত বিঘ্নিত হবে না: দুদক

এসআইয়ের ক্যাবিনেট থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার

গেজেট ডেস্ক

পাবনায় থানা চত্বরে এক পুলিশ সদস্যের ব্যক্তিগত ক্যাবিনেট থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করেছেন পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান। এ ঘটনায় পাবনা সদর থানায় কর্মরত উপপরিদর্শক (এসআই) ওছিম উদ্দিনকে আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর এসআই গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

সূত্র জানায়, পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান গোপন সূত্রের মাধ্যমে গত সোমবার জানতে পারেন সদর থানার এসআই ওছিমের কাছে বিপুল গাঁজা রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে ওইদিন বিকেলে পুলিশ সুপার সদর থানায় যান। ভবনের নিচের তলায় থানার কার্যক্রম চলে। আর তৃতীয় তলায় অন্য সহকর্মীদের সঙ্গে থাকেন এসআই ওছিম।

সেখানে পুলিশ সুপার এসআইয়ের ব্যক্তিগত ক্যাবিনেটে তল্লাশি চালিয়ে ১২ কেজি গাঁজা উদ্ধার করেন এবং এসআই ওছিমকে গ্রেপ্তার করেন।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ‘গাঁজা রাখার বিষয়ে এসআই ওছিম সঠিক উত্তর দিতে পারেননি। পাবনা জেলা গোয়েন্দা পুলিশের এসআই জিন্নাত আলী বাদী হয়ে এ ব্যাপারে মামলা করেছেন। এ ছাড়া এসআই ওছিমের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বলেন, ‘অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আসতেই হবে। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পুলিশপ্রধানের কঠোর নির্দেশনা নিয়েই আইনশৃঙ্খলা দমনে কাজ করছি। অপরাধী সাধারণ মানুষ বা পুলিশ যেই হোক, তাকে বিচারের মুখোমুখি হতেই হবে।’

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!