এশিয়া মহাদেশের বৃহত্তম ও প্রাচীন বটগাছটি এখন মৃত্যু পথযাত্রী। অসংখ্য ডাল পালা মরে পড়ে যাচ্ছে। এশিয়ার শ্বাস-প্রশ্বাস হিসাবে খ্যাত ঝিনাইদহের কালীগঞ্জের সুইতলা মল্লিকপুরের এই গাছটির বৃদ্ধিও থেমে গেছে বহু বছর আগে। অথচ এসব দেখভালে সেখানে প্রহরী নিয়োগ দেয়া থাকলেও গাছের প্রতি নেই তার কোনো নজর।
ঝিনাইদহ শহর থেকে ৩৭ কিলোমিটার পূর্বে মালিয়াট ইউনিয়নের বেথুলী মৌজায় সুইতলা মল্লিকপুরে এশিয়া মহাদেশের বৃহত্তম বটগাছটির অবস্থান।
দেড়শ ফুটের বেশী উচ্চতায় প্রায় ৩’শ বছরের পুরনো এ বটগাছটি একসময় একের পর এক ঝুরি ছেড়ে বিরাট আকার ধারণ করে। ১৯৮২ সালে বিবিসির জরিপে এশিয়া মহাদেশের বৃহত্তম খ্যাত এ বটগাছটি বর্তমানে রক্ষণাবেক্ষণের অভাবে অযত্ন অবহেলায় বিলীন হতে চলেছে।
এদিকে বটবৃক্ষটি দেখভালের জন্য একজন বন প্রহরী নিয়োগ দেয়া হলেও অভিযোগ রয়েছে তার যোগসাজসেই গাছের ডাল পালা কাটা হয়। তবে বটবৃক্ষটি রক্ষায় বিনা বেতনে স্বেচ্ছাশ্রমে কাজ করে যাচ্ছেন আব্দুল খালেক।
পর্যটন এলাকা গড়াসহ নিরাপত্তার ব্যবস্থা করার কথা জানিয়েছেন বনবিভাগের কর্মকর্তারা। সূত্র : ডিবিসি।