খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  সাবেক আইজিপি মামুনের ফের ৩ দিনের রিমান্ড

এলিটাকে বাদ দিয়ে সাফের চূড়ান্ত দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক

‘সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৩’ এবং কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ সামনে রেখে ২৩ জনের দল দিয়েছে বাফুফে। শুক্রবার প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা সংবাদ সম্মেলনে সাফের চূড়ান্ত দল ঘোষণা করেন। ঘোষিত দলে জায়গা পাননি আলোচিত ফরোয়ার্ড এলিটা কিংসলে। প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে দেশি ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি ৯ গোল করেছেন বাংলাদেশের নাগরিকত্ব নেয়া আবাহনীর এলিটা।

২৩ সদস্যের দলে এলিটা কিংসলে ছাড়াও জায়গা হয়নি শাহরিয়ার ইমন, সাজ্জাদ হোসেন, টুটুল হোসেন বাদশা, রিমন হোসেন, মাশুক মিয়া জনি ও মেহেদী হাসান শ্রাবণের। চোট ও পারফরম্যান্স বিবেচনায় ৭ জনকে রাখা হয়নি চূড়ান্ত দলে। প্রথমবারের মতো লাল সবুজ দলে জায়গা করে নিয়েছেন শেখ মোরসালিন, আলমগীর ও রফিকুল ইসলাম।

২১ জুন ব্যাঙ্গালুরুতে শুরু হবে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ সাফ চ্যাম্পিয়নশিপ। ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশের প্রথম ম্যাচ লেবাননের বিপক্ষে অনুষ্ঠিত হবে ২২ জুন। ২৫ জুন মালদ্বীপ ও ২৮ জুন ভুটানের বিপক্ষে খেলবেন জামাল ভূঁইয়ারা। এছাড়া ‌গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত, কুয়েত, পাকিস্তান এবং নেপাল।

সাফ চ্যাম্পিয়নশিপে খেলার আগে ১৫ জুন স্বাগতিক কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। ম্যাচ শেষে পরদিন ১৬ জুন ভারতের ব্যাঙ্গালুরুতে পৌঁছাবে জামাল-ভূঁইয়ারা।

এক নজরে ২৩ সদস্যের দল :

গোলরক্ষক : আনিসুর রহমান জিকো, মিতুল মারমা, শহিদুল আলম।

ডিফেন্ডার : তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, কাজী তারিক রায়হান, রহমত মিয়া, আলমগীর মোল্লা, মেহেদি হাসান, ইশা ফয়সাল।

মিডফিল্ডার : মোহাম্মদ হৃদয়, সোহেল রানা, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া (অধিনায়ক), মজিবুর রহমান জনি, সোহেল রানা, রবিউল হাসান।

ফরোয়ার্ড : ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহিম, আমিনুর রহমান সজীব, রাকিব হোসেন, সুমন রেজা ও রফিকুল ইসলাম।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!