ইংল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজ শেষে ‘আম্পায়ার্স কল’ নিয়ে প্রশ্ন তোলেন ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। কোহলি মূলত ‘আম্পায়ার্স কল’ এবং এলবিডব্লিউর আউটের নিয়ম পরিবর্তন বিষয়ে কথা বলেন। শেষ পর্যন্ত আইসিসি কোহলির দেখানো পথেই হাঁটল। এলবিডব্লিউ রিভিউর নিয়মে পরিবর্তন আনছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে আইসিসি।
অনিল কুম্বলের অধীনে আইসিসি ক্রিকেট কমিটির সুপারিশে নতুন নিয়ম অনুমোদন করা হয়েছে। নতুন নিয়মে, এলবিডব্লিউর রিভিউয়ে মাঠের আম্পায়ারের দেওয়া ‘নট আউটের’ সিদ্ধান্ত বদলাতে ‘উইকেট জোনের’ উচ্চতা বাড়ানো হয়েছে। এতদিন বেলসের নিচের অংশ বিবেচনায় নেওয়া হতো। এখন তা বেলসের ওপরের অংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। বোলারের ডেলিভারি যদি বেলস ছুঁয়ে যায় তাহলেই আম্পায়ারের সিদ্ধান্ত বদলাবে।
বল অফ বা লেগ স্টাম্পের বাইরের দিকে আঘাত করার ক্ষেত্রেও কিছুটা পরিবর্তন এসেছে। নতুন নিয়মে বলের কিছু অংশ স্টাম্পে লাগলেই আম্পায়ারের ‘নট আউট’ সিদ্ধান্ত রিভিউতে পাল্টে যাবে। কোহলিও এটাই চেয়েছিলেন।
এর আগে করোনা ইস্যুতে কিছু নিয়মের বদল আনে আইসিসি। গত জুনে বলে লালা লাগানো নিষিদ্ধ করে নিয়ন্ত্রক সংস্থা। এ ছাড়া স্থানীয় আম্পার নিয়োগসহ বেশ কিছু নতুন নিয়ম চালু করা হয়েছিল।
খুলনা গেজেট/এমএইচবি