উয়েফা নেশন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে প্রত্যাশিত জয় পেয়েছে ফ্রান্স। কিলিয়ান এমবাপের গোলে সুইডেনকে হারিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। স্টকহোমের ফ্রেন্ডস অ্যারেনায় শনিবার রাতে ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের ম্যাচে ১-০ গোলে জিতেছে ফ্রান্স।
ম্যাচের ৪১তম মিনিটে একক নৈপুণ্যে প্রথম সুযোগেই জয়সূচক গোলটি করেন এমবাপে। বাঁ দিক দিয়ে বল পায়ে ডি-বক্সে ঢুকে দুজনকে ফাঁকি দিয়ে দুরূহ কোণ থেকে ঠিকানা খুঁজে নেন পিএসজি তারকা।
পুরো ম্যাচে কোনো দলকেই ছন্দে দেখা যায়নি। পুরোটা সময় জুড়ে নিজেকে খুঁজে ফেরা অঁতোয়ান গ্রিজমান যোগ করা সময়ে হতাশা আরও বাড়ান।
যোগ করা সময়ে অঁতনি মার্সিয়াল ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় সফরকারীরা। কিন্তু স্পট কিকে ক্রসবারের ওপর দিয়ে উড়িয়ে মারেন বার্সেলোনা তারকা গ্রিজমান।
গ্রুপের আরেক ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে গতবারের চ্যাম্পিয়ন পর্তুগাল।
খুলনা গেজেট/এএমআর